মৌলভীবাজারে শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
  প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ২২:১১
অ- অ+

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ

উপজেলার রাজঘাট ইউনিয়নের খেজুরীছড়া চা বাগানের র‍্যানার স্কুল অ্যান্ড কলেজের খন্ডকালীন শিক্ষক শয়ন তাঁতী স্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানি করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার অভিযুক্ত শিক্ষক শয়ন তাঁতীকে গ্রেপ্তার করে শ্রীমঙ্গল থানা পুলিশ। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় ভুক্তভোগীর মা অভিযোগ দায়ের করেছেন।

র‍্যানার স্কুল উচ্চ অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মো. নুরুল হক বলেন, যৌন হয়রানির ঘটনায় আমার বিদ্যালয়ের খন্ডকালীন শিক্ষক শয়ন তাঁতীর ওপর একটা অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের সভাপতি বরাবর ছাত্রীর পরিবার অভিযোগ দিয়েছে। যেহেতু অস্থায়ীভাবে সে চাকুরিরত ছিল, তাই আমরা তাকে বহিষ্কার করেছি।

ঘটনার তদন্তকারী কর্মকর্তা এসআই দুর্জয় সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার সকালে ভুক্তভোগী ছাত্রীর মা থানায় যৌন হয়রানির বিষয়ে অভিযোগ দায়ের করেন, অভিযোগ দায়েরের পরই অভিযুক্ত ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।

শ্রীমঙ্গল থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, অভিযোগ দেওয়ার পর শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার পরিপ্রেক্ষিতে আসামিকে কোর্টে প্রেরণ করা হয়েছে।

(ঢাকাটাইমস/০৫ সেপ্টেম্বর/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হজব্রত শেষে দেশে ফিরেছেন ৬৩ হাজার ১৮৮ হাজি
৭ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
রংপুর-৪ আসনে নির্বাচন করবেন এনসিপির আখতার হোসেন
আমুর মুক্তির দাবিতে মিছিলে অংশ নেওয়ায় ছাত্রলীগ নেতা হাসানুল বারী গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা