মহেশপুরে সাংবাদিক আব্দুর রাজ্জাককে হত্যার চেষ্টাকারীকে গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ

ঝিনাইদহের মহেশপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক মানবকন্ঠ পত্রিকার প্রতিনিধি এস এম আব্দুর রাজ্জাক রাজনকে হত্যা চেষ্টাকারীকে সাত দিনে মধ্যে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে মহেশপুর প্রেসক্লাবে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
এ সময় বক্তব্য দেন- মহেশপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক শেখ এনামুল হক দুলু, সহ-সভাপতি বিএম শামীম, আবুল কাশেম, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম আব্দুর রাজ্জাক রাজন, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক ওসমান গণি, শামীম খান জনী, পলাশ রহমান, আশরাফুল আলম ঝন্টু, আলমগীর হোসেনসহ প্রমুখ।
আরও পড়ুন: সিলেটে বিস্ফোরণ: ৪০ শতাংশ পুড়ে গেছে আহতদের শরীর
বত্তারা বলেন, সাত দিনের মধ্যে মহেশপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক মানবকন্ঠ পত্রিকার প্রতিনিধি এস এম আব্দুর রাজ্জাক রাজনকে হত্যা চেষ্টাকারীকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। অন্যথায় সাত দিন পর সাংবাদিকদের পক্ষ থেকে বৃহত্তর আন্দোলন গড়ে তুলার হুশিয়ারি দেওয়া হয়।
উল্লেখ্য, বালি উত্তোলনের সংবাদ প্রকাশের জেরে গত বুধবার (৩০ আগস্ট) রাতে সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজনকে হত্যা চেষ্টার উদ্দেশ্যে হামলা চালানো হয়।
(ঢাকাটাইমস/০৬সেপ্টেম্বর/এসএ)

মন্তব্য করুন