নোয়াখালীর চাটখিলে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নোয়াখালীর চাটখিল উপজেলায় ইয়াবাসহ মো. বাবু নামে এক মাদক কারবারি আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৯৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বুধবার দিবাগত রাতে উপজেলার ৯ নম্বর খিলপাড়া ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়।
আটককৃত বাবু উপজেলার খিলপাড়া ইউনিয়নের উত্তর বালিয়াধর গ্রামের খোরশেদ আলমের ছেলে।
চাটখিল থানা সূত্রে জানা যায়, চাটখিল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ গিয়াস উদ্দিনের নেতৃত্বে ও সার্বিক তত্বাবধায়নে এসআই সোহরাব হোসেন ও এসআই মো. বখতিয়ার আলম সহ সঙ্গীয় ফোর্স নিয়ে রাতে বিশেষ অভিযান চালায়। এসময় চাটখিল থানাধীন ৯ নং খিলপাড়া ইউপিস্থ উত্তর বালিয়াধর গ্রামের আফসার উদ্দিন হাজি বাড়ির মো. বাবুর নিকট থেকে ৯৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করে আসামিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়।
চাটখিল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন জানান আটককৃত মাদক কারবারি বাবুর নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বুধবার বিকালে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
(ঢাকাটাইমস/০৬সেপ্টেম্বর/এসএ)

মন্তব্য করুন