নাটোরে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুসকে শ্রদ্ধায় স্মরণ, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

নাটোরে-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুসের রুহের মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার বিলসা নিজ বাসভবনে এই মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান, সাবেক সংসদ সদস্য আবুল কালাম, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্ত্তজা আলী বাবলু, অ্যাডভোকেট মালেক শেখ, মরহুমের বড় ভাই আবদুল গফুর, মরহুমের মেয়ে জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কোহেলী কুদ্দুস মুক্তি, বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজুনুর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও সর্বস্তরের মানুষ।
মিলাদ মাহফিলে দলীয় নেতৃবৃন্দ আব্দুল কুদ্দুসের রাজনৈতিক জীবন ও তার সফল জনপ্রতিনিধিত্বের বিভিন্ন দিক তুলে ধরে এক সংক্ষিপ্ত আলোচনা করেন।
(ঢাকাটাইমস/১০সেপ্টেম্বর/এআর)
সংবাদটি শেয়ার করুন
বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাদেশ এর সর্বশেষ

আলোচিত সেই ভিক্ষুক ও মোটর মেকানিকের মনোনয়ন বাতিল

স্মৃতিসৌধে প্রবেশে ১২ দিনের নিষেধাজ্ঞা

কালিয়াকৈরে গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দুই মামলা

বরিশাল-৪: নৌকার প্রার্থী শাম্মীর মনোনয়ন বাতিল, পঙ্কজের বৈধ

গাজীপুরের ৫টি আসনে বৈধ প্রার্থী ৪১ জন, বাতিল ৩

বগুড়ার সাতটি আসনে ২৮ জনের মনোনয়ন বাতিল

নারায়ণগঞ্জ-৩ আসনে ১১ জনের প্রার্থিতা বৈধ, বাতিল ২

ডা. মুরাদ হাসানের মনোনয়ন বৈধ ঘোষণা

নগরকান্দায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল নারীর
