চুয়াডাঙ্গায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
চুয়াডাঙ্গার ফার্মপাড়ার ইজিবাইক চালক জহুরুল হত্যার মূলহোতা মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ফজলুর রহমান ফজলুকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ।
এরআগে মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা পৌর এলাকার হকপাড়ায় তার শ্বশুর সাহেব আলীর বাড়িতে অভিযান চালিয়ে ফজলুকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশের একটি টিম। গ্রেপ্তার ফজলুর রহমান ফজলু যশোর জেলার চাচড়া গ্রামের রায়পাড়ার আব্দুস সালামের ছেলে।
পুলিশ জানায়, চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মাহাব্বুর রহমানের নেতৃত্বে এসআই মাসুদ রানা ও এএসআই আরাফাত শেখ সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার দুপুরে হকপাড়ায় সাহেব আলীর বাড়িতে অভিযান চালিয়ে ফজলুকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ফজলুকে আদালতে সোপর্দ করা হয়েছে।
(ঢাকাটাইমস/১২ সেপ্টেম্বর/ইএইচ)