প্রতিমন্ত্রীর আসনে এমপি প্রার্থীতা ঘোষণা দিলেন চেয়ারম্যান

সাভার (ঢাকা) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ২০:৫০
অ- অ+

সাভারের আশুলিয়ার অর্ধশতাধিক দলীয় নেতাকর্মী ও কয়েকশ শ্রমিক সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের সংসদীয় আসন ঢাকা-১৯ এর সংসদ সদস্য হিসেবে প্রার্থীতা ঘোষণা করেছেন আশুলিয়ায় থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ধামসোনা ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম।

শুক্রবার ঢাকা-আরিচা মহাসড়কের বাইপাইল এলাকার আশুলিয়া প্রেস ক্লাবের আঙ্গিনায় বিশাল প্যান্ডেল টানিয়ে এক সংবাদ সম্মেলন ডেকে তিনি এই প্রার্থীতা ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে তার সঙ্গে মুক্তিযোদ্ধা, ঢাকা জেলা পরিষদের সদস্য, স্থানীয় অপর দুই ইউপি চেয়ারম্যান, বেশ কয়েকজন ইউপি সদস্য, থানা ও ইউনিয়ন আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ সময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এছাড়া আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেলে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার কথাও জানান তিনি।

আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম তার বক্তব্যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, মনোনয়ন যে কেউ প্রত্যাশা করতে পারেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুটন্ত ফুলের বাগান থেকে সবচেয়ে সুন্দর ফুলটিই বেছে নেবেন। সেক্ষেত্রে যাকেই মনোনয়ন দেওয়া হোক না কেন আমরা তার হয়েই নৌকার নির্বাচন করবো। মনোনয়ন চাইলেও নৌকার বিরুদ্ধে যাওয়ার সুযোগ নেই।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সাভার পৌরসভা ও তিনটি ইউনিয়নে ভোট সংখ্যা দুই লাখ ৯২ হাজার, আশুলিয়া থানার পাঁচটি ইউনিয়নে ভোট হচ্ছে পাঁচ লাখ ১৬ হাজার, তার মধ্যে ধামসোনা ইউনিয়নে ভোট এক লাখ ৯৬ হাজারের কিছু বেশি। আমি ব্যক্তিগতভাবে মনে করি, বিএনপির প্রার্থী যদি আশুলিয়া থানা থেকে হয়। সেক্ষেত্রে আওয়ামী লীগের প্রার্থীও যদি একই থানা থেকে হয়, তাহলে সে নির্বাচন অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতামূলক হবে। আমাকে যদি এই আসন থেকে মনোনয়ন দেওয়া হয় বিএনপির যেকোনো প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে আমি নির্বাচনে জয়ী হতে পারব ইনশাআল্লাহ।

এ সময় আশুলিয়া থানা মুক্তিযোদ্ধা সংগঠনের নেতৃবৃন্দ ও মুক্তিযোদ্ধা, জেলা পরিষদের সদস্য এনামুল হক মুন্সি, পাথালিয়া ইউপি চেয়ারম্যান পারভেজ দেওয়ান, ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুমন আহমেদ ভুঁইয়াসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১৫ সেপ্টেম্বর/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানিকগঞ্জের সাবেক এমপি মমতাজ গ্রেপ্তার
কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে অনিয়মের প্রমাণ পেল দুদক
কোতয়ালী এলাকায় বিশেষ অভিযান, মাদক কারবারিসহ গ্রেপ্তার ১৫
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা