নোয়াখালীতে আলুর মূল্য বেশি নেয়ায় দুই প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

সরকার নির্ধারিত তিনটি পণ্যের মূল্য নির্ধারণের পর থেকে মনিটরিং করছে সংশ্লিষ্ট সংস্থাগুলো। এরই ধারাবাহিকতায় নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানকালে হাবিব ট্রেডার্স ও বন্দন ট্রেডার্স নামের দুটি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত চৌমুহনী মহেষগঞ্জ বাজার ও ডিবি রোডে এ অভিযান পরিচালনা করেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালীর সহকারী পরিচালক মো. কাউসার মিঞা। অভিযানে সহযোগিতা করেন জেলা পুলিশ।
সহকারী পরিচালক মো. কাউসার মিঞা বলেন, খুচরা ও পাইকারী ব্যবসায়ীদের দাবি তাদের ক্রয়মূল্য বেশি হওয়ায় বর্তমানে একটু বেশি মূল্যে আলু বিক্রি করা হচ্ছে। তবে আগামী ২/৩দিনের মধ্যে সরকার নির্ধারিত মূল্য কার্যকর হবে বলে আশা করা যাচ্ছে। এছাড়া বাজারগুলোতে ডিম ও পেঁয়াজের মূল্য সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে।
(ঢাকাটাইমস/১৬ সেপ্টেম্বর/ইএইচ)

মন্তব্য করুন