এশিয়া কাপ

ফাইনাল খেলা হচ্ছে না থিকসেনার

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৫০

সুপার ফোরে দুই ম্যাচ জিতে আগেই ফাইনাল নিশ্চিত করে শ্রীলঙ্কা। রাত পোহালেই শিরোপা নির্ধারণী ম্যাচে মাঠে নামবে দুই ফাইনালিস্ট। কিন্তু এর আগেই দুঃসংবাদ পেল লঙ্কানরা। ইনজুরির কারণে ফাইনালে খেলতে পারছেন না দলের অন্যতম সেরা বোলার মহেশ থিকসেনা।

সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তান মুখোমুখি হয় শ্রীলঙ্কা। পাকদের হারিয়ে ফাইনাল নিশ্চিত করে লঙ্কানরা। কিন্তু সেই ম্যাচেই ইনজুরিতে পড়ে থিকসেনা। তবে চোট গুরুত্বর নয়।

বিশ্বকাপের আগ মুহূর্তে সময়ের অন্যতম সেরা স্পিনার থিকসেনাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না শ্রীলঙ্কা। তাই ফাইনাল হওয়া সত্ত্বেও তাকে ভারতের বিপক্ষে ম্যাচে মাঠে নামাচ্ছে না টিম শ্রীলঙ্কা। সম্প্রতি থিকসেনাকে নিয়ে এমন মন্তব্যই করেছেন লঙ্কান দলনেতা দাসুন শানাকা।

উল্লেখ্য, চলতি এশিয়া কাপে শ্রীলঙ্কার জার্সিতে পাঁচটি ম্যাচ খেলেন মহেশ থিকসেনা। ২৯ রান গড়ে মোট উইকেট নিয়েছেন আটটি।

(ঢাকাটাইমস/১৬সেপ্টেম্বর/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :