এক দফা দাবিতে গণতন্ত্র মঞ্চের চার দিনের কর্মসূচি ঘোষণা

সরকার পতনের এক দফা দাবিতে চার দিনের কর্মসূচি ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ।
সোমবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনের দারুসসালাম বিল্ডিংয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন মঞ্চের শীর্ষ নেতারা।
কর্মসূচির মধ্যে রয়েছে- ১৯ সেপ্টেম্বর বেলা ১১টায় মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে সমাবেশ ও পদযাত্রা, ২৩ সেপ্টেম্বর বিকাল ৩টা ৩০ মিনিটে কারওয়ান বাজারে পেট্রোবাংলার সামনে সমাবেশ, ২৫ সেপ্টেম্বর বিকাল ৩টা ৩০ মিনিটে খিলগাঁও তালতলা মার্কেটের সামনে সমাবেশ ও পদযাত্রা এবং ২৭ সেপ্টেম্বর বিকাল ৩টা ৩০ মিনিটে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ ও পদযাত্রা।
এছাড়া ‘৩ অক্টোবর পর্যন্ত সংবিধানের দোহাই দিয়ে একতরফা নির্বাচনের পাঁয়তারা, বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণে অন্তর্বর্তী সরকারের প্রয়োজনীয়তা, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র ও সমাজ নির্মাণে বিদ্যমান অগণতান্ত্রিক সংবিধান বড় বাধা এবং আগামীর বাংলাদেশ সংস্কারের ৩১ দফার আবশ্যিকতা’- এসব বিষয় নিয়ে আলোচনা ও সেমিনার করবে গণতন্ত্র মঞ্চ। এসব কর্মসূচির তারিখ পরে জানানো হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে গণতন্ত্র মঞ্চের শীর্ষনেতা এবং ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, ‘গণতন্ত্র মঞ্চ আশা করে বিরোধী দলসমূহের শান্তিপূর্ণ এসব কর্মসূচি সরকার ও সরকারি দল কোনোরকম বাধা প্রদান করবে না। আমরা সরকারকে হুঁশিয়ার করে দিতে চাই যে, বিরোধীদের শান্তিপূর্ণ কর্মসূচি কোনো ধরনের সহিংসতা সৃষ্টির চেষ্টা করা হলে তার দায়দায়িত্ব সরকার ও সরকারি দলকেই বহন করতে হবে।’
তিনি বলেন, ‘বিদ্যমান ফ্যাসিবাদী দুঃশাসন বিদায় দিতে আন্দোলন যত বেগবান হচ্ছে সরকারের দমন-নিপীড়নও তত বৃদ্ধি পাচ্ছে। আইন আদালতকে তারা বিরোধী দল দমনে এখন সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। হয়রানি ও নিপীড়নমূলক ধারা বহাল রেখে তারা আবার সাইবার নিরাপত্তা আইন পাস করেছে। রাষ্ট্রীয় নিপীড়নের অংশ হিসেবে মানবাধিকার সংস্থা অধিকার-এর সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক নাসির উদ্দিন এলানকে দুই বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। এসব কিছুর লক্ষ্য হচ্ছে আর একটি নীলনকশার একতরফা নির্বাচনের মধ্য দিয়ে সরকারের অবৈধ ক্ষমতা প্রলম্বিত করা।’
সংবাদ সম্মেলনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক হাসনাত কাইয়ুম এবং জেএসডি সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপনসহ গণতন্ত্র মঞ্চের শীর্ষনেতারা উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/১৮সেপ্টেম্বর/জেবি/এফএ)
সংবাদটি শেয়ার করুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত
রাজনীতি এর সর্বশেষ

নির্বাচনে বাধা দিলে দাঁতভাঙা জবাব দেয়ার হুঁশিয়ারি নানকের

নির্বাচনি ইশতেহার প্রণয়নে নাগরিকদের মতামত চেয়ে আ.লীগের বিজ্ঞপ্তি

পদত্যাগ করুন, নয়ত জনগণ আপনাদের স্যাংশন দেবে: সরকারকে টুকু

প্রধানমন্ত্রীর সফরের প্রতিবাদে যুক্তরাজ্যে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল

গণতন্ত্র ফিরিয়ে আনতে আমাদেরকে রাস্তায় নামতেই হবে: দুদু

ভিসা নীতি নিয়ে আমেরিকার সঙ্গে আপস হয়ে গেছে: ওবায়দুল কাদের

পরিবারের পছন্দমতো খালেদা জিয়াকে সুচিকিৎসা দেয়ার দাবি জামায়াতের

এলডিপির ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্রদলের মতবিনিময় সভা

ভোটচুরিতে জড়িতদের নাম তালিকাভুক্ত করুন, প্রকাশ করব: বিএনপি নেতাকর্মীদের আমীর খসরু
