অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
| আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৪১ | প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৩৭

প্রথম দুই ম্যাচ হারার পরও অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩-২ ব্যবধানে সিরিজ নিশ্চিত করল স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে অজিদের ১২২ রানের বড় ব্যবধানে হারিয়েছে প্রোটিয়ারা। ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ৩১৫ রান তুলে দক্ষিণ আফ্রিকা। জবাবে ১৯৩ রানে গুটিয়ে যায় অট্রেলিয়া।

জোহানেসবার্গে সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে প্রথমে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া। টপ অর্ডার ব্যাটাররা বড় ইনিংস খেলতে না পারলে ১০৩ রানে ৪ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। পঞ্চম উইকেটে ১০৭ বলে ১০৯ রান তুলে দলকে লড়াইয়ে রাখেন আইডেন মার্করাম ও ডেভিড মিলার। ওয়ানডেতে ২৩তম হাফ-সেঞ্চুরির ইনিংসে ৬৩ রান করেন মিলার। ৬৫ বল খেলে ৪টি চার ও ৩টি ছক্কা মারেন তিনি।

সেঞ্চুরি সম্ভাবনা জাগিয়ে ৯৩ রানে ফিরেন মার্করাম। ৮৭ বলের ইনিংসে ৯টি চার ও ৩টি ছক্কা মারেন তিনি। মার্করাম-মিলারের ফেরার পর দক্ষিণ আফ্রিকাকে বড় সংগ্রহ এনে দেন জানসেন ও আন্দিলে ফেলুকুওয়াও। ৪৭ রান করেন জানসেন। ১৯ বলে অপরাজিত ৩৮ রান করেন ফেলুকুওয়াও।

জয়ের জন্য ৩১৬ রানের টার্গেটে খেলতে নেমে জানসেনের তোপে ভালো শুরু পায়নি অস্ট্রেলিয়া। ৩৪ রানে ২ উইকেট পতনের পর তৃতীয় উইকেটে ৯০ রান যোগ করেন ওপেনার হিসেবে নামা অধিনায়ক মিচেল মার্শ ও মার্নাস লাবুশেন। মারমুখী ব্যাট করা মার্শকে শিকার করে দক্ষিণ আফ্রিকাকে ব্রেক-থ্রু এনে দেন প্রথম দুই উইকেট নেয়া জানসেন। ৫৬ বলে ৭১ রান করেন মার্শ।

১২৪ রানে তৃতীয় ব্যাটার হিসেবে মার্শ আউটের পর অস্ট্রেলিয়া ইনিংসে ব্যাটিং বিপর্যয় ঘটে। ১৪৩ রানে ষষ্ঠ উইকেট হারিয়ে লড়াই থেকে ছিটকে পড়ে অজিরা। শেষ পর্যন্ত জানসেন ও স্পিনার কেশব মহারাজের বোলিংয়ে ৩৪ দশমিক ১ ওভারে ১৯৩ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া।

(ঢাকাটাইমস/১৮সেপ্টেম্বর/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :