মাদারীপুরে প্রাইভেটকার-অটোরিকশার সংঘর্ষে নিহত ১

মাদারীপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২০ সেপ্টেম্বর ২০২৩, ১২:১২

মাদারীপুরে প্রাইভেটকার ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বিপ্লব শিকদার (৩২) নামে অটোরিকশা চালক নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সা‌ড়ে ১১টার দিকে মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কের মহিষেরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বুধবার সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী।

নিহত বিপ্লব সিকদার মাদারীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পানিছত্র এলাকার সালমান শিকদারের ছেলে। তিনি অটোরিকশা চালক ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে কয়েকজন যাত্রী নিয়ে বিপ্লব সিকদার মহিষেরচর এলাকা থেকে শহরে ফিরছিলেন। এ সময় অপর দিক থেকে আসা আরেকটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় অটোরিকশাটির। এ সময় গুরুতর আহত হন বিপ্লব সিকদার। পরে তাকে দ্রুত উদ্ধার করে মাদারীপুর জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।

ওসি বলেন, প্রাইভেটকার ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘাতক প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

(ঢাকা টাইমস/২০সেপ্টেম্বর/প্রতিনিধি/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :