মাদারীপুরে প্রাইভেটকার-অটোরিকশার সংঘর্ষে নিহত ১

মাদারীপুরে প্রাইভেটকার ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বিপ্লব শিকদার (৩২) নামে অটোরিকশা চালক নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কের মহিষেরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বুধবার সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী।
নিহত বিপ্লব সিকদার মাদারীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পানিছত্র এলাকার সালমান শিকদারের ছেলে। তিনি অটোরিকশা চালক ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে কয়েকজন যাত্রী নিয়ে বিপ্লব সিকদার মহিষেরচর এলাকা থেকে শহরে ফিরছিলেন। এ সময় অপর দিক থেকে আসা আরেকটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় অটোরিকশাটির। এ সময় গুরুতর আহত হন বিপ্লব সিকদার। পরে তাকে দ্রুত উদ্ধার করে মাদারীপুর জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।
ওসি বলেন, প্রাইভেটকার ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘাতক প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
(ঢাকা টাইমস/২০সেপ্টেম্বর/প্রতিনিধি/এসএ)
সংবাদটি শেয়ার করুন
বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাদেশ এর সর্বশেষ

কিশোরগঞ্জ-১ আসনে ডা. সৈয়দা জাকিয়া নূর লিপির মনোনয়নপত্র বৈধ ঘোষণা

কালিয়াকৈরে যাত্রীবাহী বাসে আগুন

বগুড়ার শেরপুরে অভিমানে স্কুলছাত্রীর আত্মহত্যা

সাতক্ষীরার ২টি আসনে ২৩ মনোনয়পত্রের মধ্যে একটি বাতিল

পূবাইলে গৃহবধূর আত্মহত্যা

সিলেটের ৬টি আসনে ১৪ জনের প্রার্থিতা বাতিল, বৈধ ৩১

মনোনয়নপত্র সাময়িক বাতিলে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের খুশি হওয়ার কারণ নেই, প্রার্থিতা ফিরবে আপিলে

মানিকগঞ্জ-১: প্রার্থিতা বাতিলের খবরে গড়াগড়ি দিয়ে কাঁদলেন আব্দুল আলী

বাগেরহাটে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
