মাদারীপুরে প্রাইভেটকার-অটোরিকশার সংঘর্ষে নিহত ১

মাদারীপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ সেপ্টেম্বর ২০২৩, ১২:১২
অ- অ+

মাদারীপুরে প্রাইভেটকার ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বিপ্লব শিকদার (৩২) নামে অটোরিকশা চালক নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সা‌ড়ে ১১টার দিকে মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কের মহিষেরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বুধবার সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী।

নিহত বিপ্লব সিকদার মাদারীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পানিছত্র এলাকার সালমান শিকদারের ছেলে। তিনি অটোরিকশা চালক ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে কয়েকজন যাত্রী নিয়ে বিপ্লব সিকদার মহিষেরচর এলাকা থেকে শহরে ফিরছিলেন। এ সময় অপর দিক থেকে আসা আরেকটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় অটোরিকশাটির। এ সময় গুরুতর আহত হন বিপ্লব সিকদার। পরে তাকে দ্রুত উদ্ধার করে মাদারীপুর জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।

ওসি বলেন, প্রাইভেটকার ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘাতক প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

(ঢাকা টাইমস/২০সেপ্টেম্বর/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দূষিত বায়ুর শহরের তালিকায় ফের শীর্ষে ঢাকা, বায়ুমান ‘বিপজ্জনক’
লা লিগা: সেভিয়াকে উড়িয়ে দিল ১০ জনের বার্সেলোনা
মাদারীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক পরিবারের তিনজন দগ্ধ
যুক্তরাজ্যে টিউলিপের অবৈধ অর্থ জব্দে কাজ করছে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা