যমুনা নদীতে নৌকাবাইচে ধাওয়া-পাল্টা ধাওয়ায় দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ সেপ্টেম্বর ২০২৩, ২১:৪৭

টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস‌্য ছোট ম‌নি‌রের উদ্যো‌গে নৌকাবাইচ চলাকালে দু’গ্রুপের মধ্যে সংঘ‌র্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কমপক্ষে ৮-১০ জন আহতের খবর পাওয়া গেছে। প‌রে আহত‌দেরকে উদ্ধার ক‌রে উপ‌জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠা‌নো হ‌য়েছে।

বুধবার নৌকা বাইচের দ্বিতীয় দিন বি‌কালে উপ‌জেলার গো‌বিন্দাসী যমুনা নদী ঘাটের কুকাদাই এলাকায় নৌকাবাইচ চলাকা‌লে এ ঘটনা ঘ‌টে।

জানা গে‌ছে, গো‌বিন্দাসীর যমুনা নদীর ঘাট এলাকায় প্রতি বছরের মতো এবারও সংসদ সদস্য ছোট মনি‌রের উদ্যো‌গে দুই দিনব্যাপী নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। বুধবার দ্বিতীয়‌ দি‌নে নিকরাইলের যমুনার তরী এবং গাবসারার কা‌লিপু‌রের আল্লাহ ভরসার না‌মের নৌকা প্রতি‌যো‌গিতা শুরু হয়।

প‌রে আল্লাহ ভরসা নামে নৌকাটি যমুনা তরীর নৌকার পেছনে পড়াকে কেন্দ্র ক‌রে ওই দুই বাইচকারীদের সা‌থে সংঘর্ষ বাঁধে। এ সময় আল্লাহ ভরসা নামের নৌকাটি মাঝ নদী‌তে উল্টে গেলে বাইচকারীরা সাঁত‌রে কিনারায় আসে। প‌রে দুই গ্রু‌পের সা‌থে সংঘর্ষ বা‌ধে। এতে পরপর ক‌য়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘ‌টনা ঘ‌টে। সংঘ‌র্ষে ৮-১০জন আহত হ‌য়।

এদি‌কে নৌকাবাইচ শে‌ষে যমুনার তরী‌কে প্রথম বিজয়ী ঘোষণা করায় সন্ধ্যায় আবারও সংঘ‌র্ষের ঘটনা ঘ‌টে। প‌রে মঞ্চ থে‌কে অ‌তি‌থি চ‌লে যাওয়ার পর ম‌ঞ্চে হামলা করা হয়েছে ব‌লে জানা গে‌ছে।

যমুনার তরী নৌকার প‌রিচালনা ক‌মি‌টির সদস্য ও নিকরাইল ইউপি সদস্য মো. আব্দুল ক‌রিম মেম্বার ব‌লেন, আল্লাহ ভরসার নৌকার বাইচকারীরা হে‌রে যাওয়ায় তারা যমুনা তরীর নৌকার বাইচকারী‌দের ওপর হামলা ক‌রে। এতে ৮-১০ জন আহত হ‌য়। তাদের উদ্ধার করে ভূঞাপুর হাসপাতালে পাঠানো হয়েছে।

নৌকা বাইচ আয়োজক ক‌মি‌টির সভাপ‌তি ও গো‌বিন্দাসী ইউনিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান দুলাল হোসেন চকদার জানান, বাইচ চলাকালীন দুই নৌকার বাইচকারী‌দের ম‌ধ্যে হাতাহা‌তির ঘটনা ঘ‌টে‌ছিল। সংঘর্ষ হয়‌নি।

উপ‌জেলা স্বাস্থ্যকমপ্লেক্সে মে‌ডি‌কেল অ‌ফিসার ডা. সুমাইয়া জানান, নৌকাবাইচে মারামা‌রির ঘটনায় একজন‌কে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে। এছাড়া আরেকজন চি‌কিৎসা নি‌য়ে‌ছেন।

এ ঘটনায় ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো. আহসান উল্লাহ সা‌থে মোবাইলে একাধিকবার যোগা‌যোগ করা হ‌লে তি‌নি ফোন রি‌সিভ ক‌রেন‌নি।

(ঢাকাটাইমস/২০ সেপ্টেম্বর/ইএইচ)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সারাদেশ এর সর্বশেষ

ধামরাইয়ে বিয়ের দাবিতে আ.লীগ নেতার বাড়িতে তরুণীর অনশন

বগুড়ায় নিজেদের অফিসে আগুনের মামলায় আ.লীগ ও ছাত্রলীগ নেতা আসামি

কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে ফেনীতে গায়েবানা জানাজা 

ব্রাহ্মণবাড়িয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে স্ত্রীকে খুন

মুক্তিযোদ্ধাদের কোনো কোটাই এখন আর নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

মাদারীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার শিকার ৬ সাংবাদিক

শেরপুরে পুলিশ সদস্যের সম্পদের পাহাড়, দুদককে তদন্তের নির্দেশ আদালতের

চাঁদপুর সদরে পুলিশের অভিযান, ৯ বিএনপি নেতা গ্রেপ্তার

সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি হলো ২ হাজার ৮শ মেট্রিক টন পেঁয়াজ

কুমিল্লায় আট মামলায় আসামি ৮ হাজার, গ্রেপ্তার ১৬০

এই বিভাগের সব খবর

শিরোনাম :