একাদশে ভর্তির আবেদনের শেষ দিন আজ

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদনের শেষ দিন আজ। ভর্তির তৃতীয় ধাপের আবেদন শুরু হয়েছিল গতকাল থেকে। শিক্ষার্থীরা সকাল থেকে ভর্তির নির্ধারিত ওয়েবসাইটে ঢুকে আবেদন করতে পারছে। আজ বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত রয়েছে আবেদনের এই সুযোগ। ভর্তির আবেদনের জন্য মোবাইল ব্যাংকিংয়ে ১৫০ টাকা ফি দিতে হবে।
শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ভর্তির তৃতীয় ধাপের আবেদনের ফল প্রকাশ করা হবে ২৩ সেপ্টেম্বর। চূড়ান্ত ভর্তি শুরু হবে ২৬ সেপ্টেম্বর।
চলতি বছর বিভিন্ন কলেজে ভর্তি ফি সর্বোচ্চ ৮ হাজার ৫০০ টাকা নির্ধারণ করে দিয়েছে সরকার। ভর্তি কার্যক্রম চলবে ৫ অক্টোবর পর্যন্ত। শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে ৮ অক্টোবর।
(ঢাকাটাইমস/২১সেপ্টেম্বর/টিএ/এফএ)

মন্তব্য করুন