ফের জয়বঞ্চিত নেইমারের আল হিলাল

পিএসজি ছেড়ে সৌদির ক্লাব আল হিলালে যোগ দিয়ে সুবিধা করতে পারছেন না ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার। তিন ম্যাচ খেলে ফেললেও এখনও গোলের দেখা পাননি সময়ের অন্যতম সেরা এই তারকা ফুটবলার। ফলে ফের একবার জয়বঞ্চিত হয়েছে নেইমারের আল হিলাল। দামাকের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে আল হিলাল।
প্রিন্স মুলতান বিন আব্দুল আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বল দখলে আদিপত্য বিস্তার করে আল হিলাল। কিন্তু আক্রমণের ধার তুলনামূলক কম ছিল তাদের। পুরো ম্যাচের ৫৬ শতাংশ সময় নিজেদের অধীনে বল ধরে রাখে নেইমাররা। আর দামাকের গোলবার বরাবর শট নিয়েছে মোট চারটি। এতে একটি গোল এসেছে।
অন্যদিকে পুরো ম্যাচের ৪৪ শতাংশ সময় নিজেদের নিয়ন্ত্রণে বল ধরে রাখতে সক্ষম হয়েছে দামাক ফুটবল দল। আল হিলালের গোলবার বরাবর মোট শট নিয়েছে ছয়টি। কিন্তু তারাও একটির বেশি গোল আদায় করতে সক্ষম হয়নি।
এই ড্রয়ের ফরে পয়েন্ট টেবিলের দুই নম্বরে অবস্থান করছে আল হিলাল। ৭ ম্যাচে তাদের সংগ্রহ ১৭ পয়েন্ট। সমান ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে আল নাসর। ১৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে আল তাইয়ান। এদিকে ৬ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের ছয় নম্বরে অবস্থান করছে আল নাসর।
(ঢাকাটাইমস/ সেপ্টেম্বর/এমএম)
সংবাদটি শেয়ার করুন
খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত
খেলাধুলা এর সর্বশেষ

শুরুতেই চার উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ

মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

মিরপুর স্টেডিয়ামের গ্যালারির চেয়ারের বেহাল দশা

হাথুরুসিংহে যদি এমন করে থাকেন, তাহলে বড় অন্যায় করেছেন: পাইলট

মিরপুর টেস্টের একাদশ নিয়ে বেশি তথ্য দিতে চান না হাথুরুসিংহে

মিরপুরের উইকেট নিয়ে দ্বিধায় রয়েছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহেও

দ্বিতীয় টেস্টে নিউজিল্যান্ডকে হারালেই বড় বোনাস পাবেন টাইগাররা

রাতে শান্ত-তাইজুলদের সঙ্গে ডিনার পার্টি করবেন পাপন

কিউই বধে অনুশীলনে ঘাম ঝরালো টাইগাররা
