রামগড়ে ভারতীয় ওষুধসহ চোরাকারবারি আটক

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ২২:৪১

খাগড়াছড়ির রামগড় পৌরসভার বল্টুরামটিলা এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় ওষুধ ও কসমেটিকসহ মো. হানিফ নামের এক ব্যক্তিকে আটক করেছেন রামগড় থানা পুলিশ।

আটককৃত মো. হানিফ পৌরসভার বল্টুরামটিলা এলাকার বাসিন্দা সিরাজ মিয়ার ছেলে।

রবিবার গোপন সংবাদের ভিত্তিতে রামগড় থানার এসআই মো. ফরহাদুল হক বিশেষ অভিযান চালান এ সময় ১৪ প্রকার অবৈধ ভারতীয় ওষুধ ও কসমেটিকসহ বল্টুরামটিলা এলাকা থেকে মো. হানিফকে আটক করা হয়েছে।

জব্দকৃত ওষুধ ও কসমেটিকের আনুমানিক বাজারমূল্য ২ লক্ষ ৮৪ হাজার ৩১০ রুপি।

রামগড় থানার ওসি মো. মিজানুর রহমান জানান, সীমান্ত এলাকায় অবৈধ মালামাল বহন সংক্রান্ত আইনে আসামির বিরুদ্ধে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

(ঢাকাটাইমস/২৪ সেপ্টেম্বর/ইএইচ)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :