জামালপুরে অনুমোদনহীন ৪ হাসপাতাল বন্ধ

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ২০:১৫
অ- অ+

জামালপুরের অনুমতি ছাড়া হাসপাতাল পরিচালনার দায়ে চার হাসপাতাল বন্ধ করছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে জেলা শহরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চার হাসপাতাল বন্ধ করে দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং অতিরিক্ত জেল সুপার (ভারপ্রাপ্ত) তাসনীম জাহান।

চারটি হাসপাতালের মধ্যে শহরের শেখের ভিটা এলাকায় পিউর ল্যাব অ্যান্ড হাসপাতাল, মাজহারুল ইসলাম জেনারেল হাসপাতাল, দড়িপাড়া বাইপাস এলাকায় ডক্টরস হাসপাতাল ও বাগেরহাটা বটতলা এলাকায় সফিক হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারটি সিলগালা করা হয়েছে। অনিয়মের দায়ে মাজহারুল ইসলাম জেনারেল হাসপাতালকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

জামালপুর সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উত্তম কুমার সরকার বলেন, স্বাস্থ্য অধিদপ্তর থেকে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করার জোরালো নির্দেশনা দেওয়া হয়েছে। অনুমোদনহীন হাসপাতাল পরিচালনার দায়ে চার হাসপাতালে সিলগালা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

(ঢাকাটাইমস/২৫সেপ্টেম্বর/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা