আমেরিকান দূতাবাস থেকে ভিসা নিষেধাজ্ঞার কথা বলেনি: রাঙ্গা

আমেরিকান দূতাবাসের পক্ষ থেকে ভিসা নিষেধাজ্ঞার বিষয়ে তাকে কিছু বলা হয়নি বলে জানিয়েছেন সংসদের বিরোধী দলের চিফ হুইপ ও জাতীয় পার্টির সংসদ সদস্য মশিউর রহমান রাঙ্গা। তিনি বিভিন্ন মিডিয়া থেকে জানতে পেরেছেন যে তিনি যুক্তরাষ্ট্রের ভিসা বিধিনিষেধের আওতায় পড়েছেন এবং তিনি এ খবরে মোটেই অখুশি নন।
সোমবার রাতে একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে রাঙ্গা এ কথা বলেছেন।
মশিউর রহমান রাঙ্গা বলেন, ‘আমেরিকান দূতাবাসের পক্ষ থেকে ইমেইল বা চিঠি বা মৌখিকভাবেও ভিসা নিষেধাজ্ঞার বিষয়ে আমাকে কিছু জানানো হয়নি।’
জাতীয় পার্টির এই নেতা বলেন, ‘বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া থেকে আমাকে অনেকেই বলেছেন যে যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার আওতায় পড়েছি। আমি নিজে কিছু জানি না। সত্যি যদি পড়ে থাকি মোটেও অখুশি নই।’ তিনি জানান, তার যুক্তরাষ্ট্রের ৫ বছরের ভিসা আছে। ভিসা বাতিল করার কোনো চিঠি বা ইমেইল পাননি।
রংপুর-১ (গঙ্গাচড়া) আসনের সংসদ সদস্য রাঙ্গা বলেন, 'ওই ভিসায় আমি যুক্তরাষ্ট্রে যাইনি। আগে গিয়েছিলাম।' তিনি বলেন, 'শুনেছি বিরোধীদলীয় নেতা রওশন এরশাদসহ জাতীয় পার্টির আরও বেশ কয়েকজন নেতা যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার তালিকায় আছেন।'
সম্প্রতি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে জানানো হয়েছে যে বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচনে বাধাদানকারীদের বিরুদ্ধে তারা ভিসা নিষেধাজ্ঞা দিতে শুরু করেছে। তারা জানায়, ভিসা নিষেধাজ্ঞাপ্রাপ্তদের নাম তারা প্রকাশ্যে জানাবে না। যাকে নিষেধাজ্ঞা দেওয়া হয় শুধু তাকে জানানোর নিয়ম রয়েছে।
(ঢাকাটাইমস/২৫সেপ্টেম্বর/কেএম)
সংবাদটি শেয়ার করুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত
রাজনীতি এর সর্বশেষ

স্বৈরাচার এরশাদের মতো এ মাসেই অবৈধ সরকারের পতন হবে: রিজভী

দশম দফায় ৪৮ ঘণ্টার অবরোধ শুরু

জোটবদ্ধ নির্বাচনে আওয়ামী লীগ, ছাড় দেবে যোগ্য শরিকদের

জামিনে কারামুক্ত বিএনপি নেতা দুলু

শেখ হাসিনার বিপক্ষে লড়বেন যারা

অবরোধের সমর্থনে কুড়িল বিশ্বরোডে রিজভীর নেতৃত্বে মশাল মিছিল

জোটের আসন বণ্টন নিয়ে ১৭ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে: আমু

পাতানো নির্বাচনে জড়িতদের বিচার হবে জনতার আদালতে: রিজভী

রাজনৈতিক সংকট মোকাবিলায় ব্যর্থ হয়ে সরকার বল প্রয়োগে নির্ভরশীল হয়েছে: রব
