স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মোটরচালক লীগের সাধারণ সম্পাদকের শুভেচ্ছা বিনিময়

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ আওয়ামী মোটরচালক লীগের সাধারণ সম্পাদক ইমরান খান।
সোমবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসভবনে এ শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
এসময় মোটরচালক লীগের সাধারণ সম্পাদক ইমরান খান সড়ক-মহাসড়কে চালকদের হয়রানির কথা তুলে ধরেন এবং সংগঠনের নেতৃবৃন্দ যাতে কোনোভাবে হয়রানির শিকার না হয় এবং মোটরযান চালকদের সড়কে শৃঙ্খলা ফেরাতে স্বরাষ্ট্রমন্ত্রীর সহযোগিতা কামনা করেন।
এ সময় বরিশাল রেঞ্জের ডিআইজি মো. জামিল হাসান, ঢাকা মহানগর উত্তর আওয়ামী মোটরচালক লীগের সদস্য সচিব ওলিউল্লা ঢালী, তেজগাঁও থানা শাখার সভাপতি গিয়াস উদ্দিন উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/২৬সেপ্টেম্বর/এমআই/এফএ)

মন্তব্য করুন