মার্কিন পররাষ্ট্র দপ্তরে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসায় আল্টিমেটাম প্রসঙ্গ, যা বললেন মুখপাত্র

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১২:০১| আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪২
অ- অ+

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে দলের দেয়া ৪৮ ঘণ্টার আল্টিমেটামের প্রসঙ্গ উঠেছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে। তবে এ বিষয়ে কোনো মন্তব্য নেই পররাষ্ট্র দপ্তরের।

সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে একজন সাংবাদিক বলেন, ‘বাংলাদেশের প্রধান বিরোধী দলের চেয়ারপারসনকে মুক্তি দিতে এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিতে সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে, কারণ তার অবস্থা খুবই গুরুতর এবং তিনি গ্রেপ্তার ও হাসপাতালে ভর্তি রয়েছেন। ৭৮ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রীর মুক্তির বিষয়ে আপনার অবস্থান কী?

জবাবে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, ‘এটা নিয়ে আমার কোনো মন্তব্য নেই।’

আরও পড়ুন>> ৪৮ ঘণ্টার মধ্যে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা দিতে বিদেশে পাঠান, সরকারকে মির্জা ফখরুল

আরও পড়ুন>>গণমাধ্যমে ভিসানীতি আরোপে পিটার হাসের বক্তব্যের বিষয়ে যা বলল মার্কিন পররাষ্ট্র দপ্তর

উল্লেখ্য, গত রবিবার রাজধানীতে খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসা এবং মুক্তির দাবিতে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন। নতুবা খালেদা জিয়ার কিছু হলে সব দায়দায়িত্ব সরকারকেই নিতে হবে বলে হুঁশিয়ারি দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

(ঢাকাটাইমস/২৬সেপ্টেম্বর/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আ.লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড়ে ছাত্র-জনতার অবস্থান, যান চলাচল বন্ধ
নোয়াখালীতে আ. লীগের দুই নেতাসহ গ্রেপ্তার ১৫
বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালি আনকোনা শাখার নতুন কমিটি গঠন 
চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি, ভ্যাপসা গরমে হাঁসফাঁস 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা