জায়েদ-সায়ন্তিকার বিচার উপরওয়ালার কাছে দিলাম: প্রযোজক

নৃত্য পরিচালকের বিরুদ্ধে অভিযোগ তুলে সম্প্রতি বাংলাদেশি সিনেমা ‘ছায়াবাজ’-এর শুটিং ফাঁসিয়ে কলকাতায় ফিরে যান সেখানকার নায়িকা সায়ন্তিকা ব্যানার্জি। প্রযোজক মনিরুল ইসলামের অভিযোগ, সায়ন্তিকার সঙ্গে মিলেছেন সিনেমার নায়ক জায়েদ খানও। ক্ষতিগ্রস্ত প্রযোজক তাই বিচারের ভার দিলেন ওপারওয়ালার কাছে।
কলকাতায় ফিরে যাওয়ার সময় সায়ন্তিকার অভিযোগ, ‘ছায়াবাজ’-এর নৃত্য পরিচালক মাইকেল বাবু অনুমতি ছাড়াই তাকে স্পর্শ করেছেন। যেটাকে মোটেই নেতিবাচক দেখছেন না প্রযোজক মনিরুল ইসলাম। তার সাফ কথা, ‘সায়ন্তিকা আমার দেশের শিল্পীকে অপমান করবেন, সিনেমার মানুষ হয়ে তা আমি কোনো ভাবেই মানব না।’
এই প্রযোজক বলেন, ‘আমার দেশকে অন্য দেশের মানুষ এসে ছোট করতে পারে না। আজ মাইকেলকে অপমান করেছে, কাল পরিচালকের সঙ্গে করতেন, আরেক দিন হয়তো ইউনিটের অন্য কারও সঙ্গে করতেন। সেটি হতে দেব না। এর সমাধান না হলে কাজ আর করব না। যা ক্ষতি হয় হবে।’
মনিরুল ক্ষুব্ধ হয়ে জানান, ‘প্রথম ধাপের শুটিংয়ে আমার প্রায় ৩৫ লাখ টাকা খরচ হয়ে গেছে। প্রয়োজন হলে টাকা জলে যাবে, তা–ও আর এই সিনেমার কাজ শেষ করব না।’
জায়েদ খানের দিকে আঙুল তুলে মনিরুল বলেন, ‘এই গল্প নিয়ে আমার একটি ওয়েব ফিল্ম বানানোর পরিকল্পনা ছিল। শুধু জায়েদ খানের অনুরোধে সিনেমাটি শুরু করি। তা না হলে আমি করতাম না। অথচ জায়েদ খান আর সায়ন্তিকা মিলে আমাকে ফাঁসিয়ে দিল। কী আর করার, জায়েদ-সায়ন্তিকার বিচার উপরওয়ালার কাছে ছেড়ে দিলাম।’
প্রসঙ্গত, প্রথমবার বাংলাদেশি কোনো একক সিনেমায় কাজ করতে এসেছিলেন ওপার বাংলার নায়িকা সায়ন্তিকা। কিন্তু সপ্তাহখানেক শুটিং করার পরই নৃত্য পরিচালক মাইকেল বাবুর বিরুদ্ধে অভিযোগ তুলে কলকাতায় ফিরে যান এই নায়িকা। শোনা যায়, নিজ দেশের নৃত্য পরিচালক বাবা যাদবকে ‘ছায়াবাজ’-এ নেয়ার জন্যই মাইকেলের বিরুদ্ধে ‘অযৌক্তিক’ অভিযোগ তুলেছেন সায়ন্তিকা।
এদিকে জায়েদ খান অভিযোগ তোলেন প্রযোজকের বিরুদ্ধে। তার দাবি, ‘সিনেমাটির শুটিং এতটাই অব্যবস্থায় ভরা ছিল যে নায়িকার কস্টিউম, হোটেল ভাড়া, খাবারের বিলও আমি দিয়েছি। ১ লাখ ৩০ হাজার টাকা হোটেল বিল এসেছিল। প্রযোজক ৯৭ হাজার টাকা বিল দিয়ে চলে যায়। বাকি টাকা আমি দিয়েছি। প্রযোজক প্রতিনিয়তই মিথ্যাচার করেছেন। তার কথা–কাজে মিল নেই।’
গত ২৯ আগস্ট তাজু কামরুলের পরিচালনায় সায়ন্তিকা ও জায়েদ খানকে নিয়ে ‘ছায়াবাজ’-এর শুটিং শুরু হয় কক্সবাজারে। এক সপ্তাহ শুটিং করে ৭ সেপ্টেম্বর কলকাতায় ফিরে যান সায়ন্তিকা। প্রযোজকের কথা, ‘সিনেমাটির কাজ আর করব না। যদি করিও, সব বাদ দিয়ে দেশের শিল্পী নিয়ে নতুন করে কাজ শুরু করব।’
(ঢাকাটাইমস/২৬সেপ্টেম্বর/এলএম/এজে)
সংবাদটি শেয়ার করুন
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
বিনোদন এর সর্বশেষ

কুইজে জেতা লাখ টাকা ক্যানসার আক্রান্ত সহকর্মীর চিকিৎসায় দিলেন রওনক হাসান

পরকীয়ার সমর্থনে বিস্ফোরক মন্তব্য টলিউডের অপরাজিতার

দেশের ৪৮ হলে চলবে বলিউডের ব্লকবাস্টার ‘অ্যানিমেল’

দোদুলের ‘মোবারক নামা’য় জেনি-ফারিয়া

সেরা করদাতা হলেন শোবিজের যেসব তারকা

তারেক মাসুদের জন্মদিন: নির্মাতা সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?

শুভেচ্ছাদূত হলেন পরীমনি

সিআইডির ‘ফ্রেডি’ আর নেই

শাকিবকে নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট! বুবলীকে তুলাধুনা করলেন নেটবাসী
