আরসার গান কমান্ডার মুছা গ্রেপ্তার, বিপুল বিস্ফোরক-গোলাবারুদ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ২১:৩৮| আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ২২:৩৬
অ- অ+

বিপুল বিস্ফোরক ও গোলাবারুদসহ কক্সবাজারে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডার রহিমুল্লাহ ওরফে মুছাকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এসময় আরসার আরও এক সদস্য এবং দুইজন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার বিকালে কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন ঢাকা টাইমসকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আরসা’র শীর্ষ সন্ত্রাসী ও গান কমান্ডার রহিমুল্লাহ ওরফে মুছাসহ দুইজন আরসা সন্ত্রাসী ও তাদের সহযোগী দুইজন বাংলাদেশিসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে প্রায় ৫০ কেজি বিস্ফোরক সদৃশ বস্তু, দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

এবিষয়ে বুধবার বিস্তারিত সংবাদ ব্রিফিং করে জানানো হবে।

ঢাকাটাইমস/২৬সেপ্টেম্বর/এসএস/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা