সিদ্ধিরগঞ্জে ভাগিনার মরদেহ দেখে মামার মৃত্যু

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইসম
 | প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ২৩:৩৪

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) ৭ নং ওয়ার্ড এলাকার বাসিন্দা স্কুলশিক্ষক রাশেদুল ইসলাম সজল হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। পরবর্তীতে মরদেহ বাড়িতে আনা হলে তার মামা হঠাৎ হার্টঅ্যাটাক করে সেখানেই মারা যান।

বৃহস্পতিবার দুপুর এবং সন্ধ্যায় এমন ঘটনা ঘটেছে।

জানা যায়, ভাগিনা রাশেদুল ইসলাম সজল একজন সিনিয়র শিক্ষক। তিনি সিদ্ধিরগঞ্জের গোদনাইল উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। সে তার বন্ধুদের সঙ্গে ফরিদপুরে বেড়াতে গিয়েছিলেন। পরে সেখানে থাকাকালীন সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। পরবর্তীতে তার মরদেহ নিজ বাসা ৮নং ওয়ার্ডস্থ দক্ষিণ ধনকুন্ডায় নিয়ে আসা হয়। পরে মরদেহ গোসল করানোর সময় হঠাৎ ছোট মামা আবু সাইদ ভাগিনার মরদেহটি দেখতেই হার্টঅ্যাটাক করে ঘটনাস্থলেই মারা যান।

মৃত শিক্ষকের বন্ধু গণমাধ্যমকর্মী রিপন মাহমুদ আকাশ জানান, তার বন্ধুর মৃত্যুতে ওই এলাকার মানুষজন শোকাহত। রাতে কেন্দ্রীয় ধনকুন্ডা জামে মসজিদে একসঙ্গে দুজনের লাশ দাফন করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৮ সেপ্টেম্বর/ইএইচ)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :