কারিশমার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ রাবিনার

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১১:৪৯

বলিউডে রাজনীতি- এ আর নতুন কী এমন অভিযোগ! তবে এই রাজনীতি, দলবাজি শুধু একালের নয়, সব কালেই ছিল। সম্প্রতি এ বিষয়েই এক সাক্ষাৎকারে সরব হলেন রাবিনা ট্যান্ডন। ৯০-এর দশকে কারিশমা কাপুরের সঙ্গে দ্বন্দ্ব নিয়ে বিস্ফোরক তিনি।

কারিশমার সঙ্গে সম্পর্কের তিক্ততার কারণেই নাকি সিনেমা হারিয়েছিলেন রাবিনা। সাক্ষাৎকারে সে সব কথাই শেয়ার করেছেন তিনি।

রাবিনা বলেন, ‘আমি সবসময়ই সুস্থ প্রতিযোগিতায় বিশ্বাসী। কারণ তাতেই আপনার মধ্যে থেকে সেরা জিনিসটা বেরিয়ে আসে। তবে আমি হিংসুটে নই, কেউ বলতে পারবেন না রাবিনা আমাকে কোনো প্রজেক্ট থেকে সরিয়ে দিয়েছেন বা রাবিনা কোনো নবাগতের সঙ্গে কাজ করতে অস্বীকার করেছেন।’

নায়িকার দাবি, ‘আমি কখনো রাজনীতি বা দলবাজি করিনি। তবে অনেকেই আমার বিরুদ্ধে নির্লজ্জভাবে রাজনীতি করেছেন। ডেভিড ধাওয়ান ও গোবিন্দের সঙ্গে আমার ‘সাজন চলে শ্বশুরাল’ করার কথা ছিল। কারিশমা দলবাজি করে আমাকে সেই ছবি থেকে সরিয়ে দেয়। আমি ‘বিজয়পথ’ ছবিতেও সই করেছিলাম। সেখান থেকেও আমাকে সরিয়ে দেওয়া হয়।’

১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘সাজন চলে শ্বশুরাল’ ছবিতে অভিনয় করেছিলেন কারিশমা ও গোবিন্দ। ছবিটি ছিল সুপার হিট। সে বছর বক্স অফিসে সর্বোচ্চ আয়কারী ছবি ছিল এটি। ১৯৯৪ সালে মুক্তি পাওয়া ‘বিজয়পথ’ ছবিতে অভিনয় করেছিলেন অজয় দেবগন ও টাবু।

এর আগে দেওয়া এক সাক্ষাৎকারেও কারিশমা কাপুরের সঙ্গে তার সম্পর্কের বিষয়ে মুখ খোলেন রাবিনা। রাজকুমার সন্তোষীর ‘আন্দাজ আপনা আপনা’-তে একসঙ্গে অভিনয় করেছিলেন কারিশমা-রাবিনা। তবে ছবির শুটিং সেটে তারা একসঙ্গে থাকতেন না।

এ প্রসঙ্গে রাবিনা বলেন ‘দেখুন, আপনি সবার সঙ্গে মিশতে পারেন না, তাই না? তবে আজ, আমি খুশি। সে সময় কারিশমা ও আমি দুজনের বয়সই খুব কম ছিল। তাই হয়ত সেই সময়ে আমরা আমাদের সামান্য জটিলতা তৈরি হয়েছিল।’

নায়িকা বলেন, ‘আজ আমাদের ছেলেমেয়েরা, আমরা বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গেই আড্ডা দেই। সুতরাং, আমি মনে করি মানুষ সময়ের সঙ্গে বড় হয়।’

(ঢাকাটাইমস/২৯সেপ্টেম্বর/এজে)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :