বাংলাদেশি বাঁধনের বলিউড সিনেমায় শাহরুখ খান!
বিশাল ভরদ্বাজ পরিচালিত ‘খুফিয়া’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখতে যাচ্ছেন বাংলাদেশের অভিনেত্রী আজমেরী হক বাঁধন। আগামী ৫ অক্টোবর ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাবে সিনেমাটি।
এটি পুরান খবর। নতুন খবর হলো, অ্যাকশন রোমান্টিক ধাঁচের এ সিনেমাটিতে দেখা যাবে বলিউডের বাদশাহ শাহরুখ খানকেও! তবে সেটি ‘ইনডিরেক্ট ক্যামিও’ চরিত্রে।
ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকার বিষয়টি জানিয়েছেন নির্মাতা বিশাল ভরদ্বাজ। তিনি বলেন, ‘আমরা একসঙ্গে কাজ করার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছি। এমনকি ‘জওয়ান’ সিনেমার পরও আমাদের দীর্ঘ সময় ধরে আলোচনা হয়েছে।’
‘খুফিয়া’ সিনেমায় শাহরুখের অভিনয়ের বিষয়ে বিশাল ভরদ্বাজ বলেন, ‘ভক্তরা যখন শাহরুখ-বিশালকে একসঙ্গে দেখার জন্য অপেক্ষা করছেন, তখন সুপারস্টারকে (শাহরুখ) ‘খুফিয়া’ সিনেমায় ‘ইনডিরেক্ট ক্যামিও’ চরিত্রে দেখতে পাবেন।’
এদিকে, মুক্তিকে সামনে রেখে গত ১৮ সেপ্টেম্বর প্রকাশ পেয়েছে ‘খুফিয়া’ সিনেমার ট্রেইলার। ২ মিনিট ৩৯ সেকেন্ড দৈর্ঘ্যের ট্রেইলারের ভাঁজে ভাঁজে রহস্য, অ্যাকশন এবং রোমান্স। পুরো ট্রেইলার জুড়ে টাবুর উপস্থিতি নজর কেড়েছে।
তবে মাঝামাঝি সময়ে পর্দায় বাংলাদেশি অভিনেত্রী বাঁধনের আগমন, শেষভাগে তার ঝলক কৌতূহল তৈরি করেছে দর্শক মনে।
গুপ্তচরবৃত্তি নিয়ে অমর ভূষণের বিখ্যাত উপন্যাস ‘এস্কেপ টু নো হোয়্যার’ অবলম্বনে নির্মিত হয়েছে ‘খুফিয়া’ সিনেমাটি। এতে বাঁধন অভিনয় করেছেন বাংলাদেশি একজন মেয়ের চরিত্রে। যদিও চরিত্রটির অফার প্রথমে বিদ্যা সিনহা মিমকে দেওয়া হয়েছিল। তিনি করেননি।
(ঢাকাটাইমস/২৯সেপ্টেম্বর/এলএম/এজে)