বগুড়ায় ট্রাকচালক ও সহকারীকে ছুরিকাঘাত

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ২১:০৮

বগুড়ায় ট্রাকচালক ও হেলপারকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার সদরের মহিষবাথান এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয় লোকজন দুর্বৃত্তদের একজনকে আটক করে পুলিশে দিয়েছে। আহতদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, ট্রাকচালক সেলিম (৩৫) ও হেলপার রায়হান (২৩)। তাদের দুজনের বাড়ি কুষ্টিয়া সদর উপজেলায়। তারা মালবাহী ট্রাক নিয়ে ঢাকা থেকে গাইবান্ধা যাচ্ছিলেন। আটক যুবকের নাম শুভ।

বিষয়টি নিশ্চিত করে বগুড়া সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ বলেন, এরকম একটি ঘটনা আছে। ট্রাকের চালক ও হেলপার বগুড়া-রংপুর মহাসড়কের বাঘোপাড়া এলাকায় ট্রাক থামিয়ে নিচে নামলে ৩-৪ জন যুবক তাদের ধাওয়া করে এ ঘটনা ঘটায়। এ সময় স্থানীয় লোকজন একজনকে আটক করে আমাদের কাছে দিয়েছে। কি কারণে তাদেরকে ছুরিকাঘাত করেছে এটা এখনও জানা যায়নি। আমরা তদন্ত করছি।

(ঢাকাটাইমস/২৯ সেপ্টেম্বর/ইএইচ)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :