নড়াইলে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান

নড়াইল প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ২১:১১

নড়াইল সদর উপজেলার জঙ্গলগ্রামে বিনামূল্যে ১২০০ রোগীকে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়েছে।

শিক্ষাবিদ শরীফ আতিয়ার রহমান স্মৃতি পরিষদ ও মানবিক জঙ্গলগ্রামের আয়োজনে গত বৃহস্পতিবার দিনব্যাপী চিকিৎসাসেবা প্রদান করা হয়। মেডিকেল ক্যাম্পে ২২ জন চিকিৎসক রোগী দেখেন।

প্রধান অতিথি হিসেবে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।

চন্ডিবরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে এ উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাতক্ষীরা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. শরীফ জাহাঙ্গীর আতিক প্রিন্স, রেড ক্রিসেন্ট সোসাইটি নড়াইল ইউনিটের সাধারণ সম্পাদক কাজী ইসমাইল হোসেন লিটন, অর্থপেডিক্স ডা. বীরেন্দ্রনাথ ভট্টাচার্য, অ্যাডভোকেট হেমায়েত উল্লাহ হিরু, বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এসএ মতিন, মানবিক জঙ্গলগ্রামের প্রতিষ্ঠাতা সৈয়দ মাজহারুল ইসলাম, সৈয়দ মশিউর রহমান কবির, শরীফ আতিয়ার রহমান স্মৃতি পরিষদ ও স্বেচ্ছাসেবী সংস্থা মানবিক জঙ্গলগ্রামের কর্মকর্তা ও সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

(ঢাকাটাইমস/২৯ সেপ্টেম্বর/ইএইচ)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সারাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :