বিশ্বকাপে প্রথম ম্যাচ থেকেই খেলবেন সাকিব

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৮:১০
অ- অ+

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচকে সামনে রেখে অনুশীলন করতে গিয়েই চোটে পড়া সাকিবের আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছিল। এবার সেই সংশয় কেটেছে। বিশ্বকাপে প্রথম ম্যাচ থেকেই খেলবেন টাইগার দলনেতা। একটি অনলাইন সংবাদমাধ্যমকে এমনটিই জানিয়েছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।

খালেদ মাহমুদ সুজন বলেন, ‘সাকিবের ইনজুরি মোটেও গুরুতর কিছু না। বিশ্বকাপের প্রথম ম্যাচের আগেই সে পুরোপুরি ফিট হয়ে যাবে।’

গোহাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচের আগে নিজেদের ঝাঁলিয়ে নিতে অনুশীলনে নেমেছিলো পুরো দল। সেখানে ছিলেন সাকিবও। এক পর্যায়ে ফুটবল খেলে দলের সদস্যরা। আর ফুটবল খেলতে গিয়েই চোট পান বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তাতেই দুঃসংবাদ পেয়েছিল টাইগার শিবির।

চোট পেয়েছেন বলেই শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলেননি টাইগার দলনেতা। এদিন বিশ্রামে রাখা হয় মোস্তাফিজুর রহমান ও অনফর্মে থাকা নাজমুল হোসেন শান্তকেও। তবে তাতে দলে কোনো সমস্যা হয়নি। মেহেদি হাসান মিরাজের নেতৃত্বে সাকিববিহীন ম্যাচে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ।

(ঢাকাটাইমস/৩০সেপ্টেম্বর/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আ.লীগকে নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে রাতভর অবস্থানের পর সকালেও বিক্ষোভ
এলাকাবাসীর বিক্ষোভ-অবস্থানের মধ্যে অভিযানের সাড়ে ছয় ঘণ্টা পর গ্রেপ্তার সাবেক মেয়র আইভী
মানবিক করিডরের নামে কোনো কিছু জনগণের ওপর চাপিয়ে দেওয়া যাবে না, মির্জা ফখরুলের হুঁশিয়ারি 
জম্মু-কাশ্মীরে হামলার ভারতীয় প্রতিবেদন ‘ভুয়া এবং মিথ্যা’: পাকিস্তান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা