সাতক্ষীরায় ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

সাতক্ষীরায় র্যাবের অভিযানে ধর্ষণ মামলার আসামি মো. রাকিব নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত মো. রাকিব হোসেন কলারোয়া থানার আব্দুল খালেকের ছেলে।
রবিবার বিকালে র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভুক্তভোগী আসামির পূর্বপরিচিত। স্কুলে যাতায়াতের সময় আসামি তাকে প্রায়ই বিভিন্ন কুপ্রস্তাব দিত। গত ২০ সেপ্টেম্বর প্রকৃতির ডাকে সাড়া দিতে বাহিরে গেলে আসামি মো. রাকিব হোসেন তার মুখ চেপে ধরে বসতবাড়ির পাশে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়।
এ বিষয়ে তার মা বাদী হয়ে কলারোয়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
(ঢাকাটাইমস/০১ অক্টোবর‘/ইএইচ)

মন্তব্য করুন