উত্তরার বিআরটিএ অফিসে ছদ্মবেশে দুদক টিম, মিলল দালালের সক্রিয়তা ও অনিয়মের প্রমাণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ অক্টোবর ২০২৩, ১১:১৭| আপডেট : ০২ অক্টোবর ২০২৩, ১১:৩৮
অ- অ+
ফাইল ফটো

দুর্নীতি দমন কমিশন (দুদক) ছদ্মবেশে রাজধানীর উত্তরায় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) অফিসে অভিযান চালিয়েছে। অভিযানে দালালের সক্রিয়তা ও অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। দুদকের প্রধান কার্যালয় থেকে এ অভিযান চালানো হয়।

সোমবার দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক জানায়, উত্তরা বিআরটিএ অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় ঘুষ দাবির অভিযোগের পরিপ্রেক্ষিতে এনফোর্সমেন্ট টিম অভিযান চালায়। এসময় সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলেন টিমের ছদ্মবেশী সদস্যরা। অভিযানকালে বেশ কিছু দালালের উপস্থিতি দেখতে পায় এনফোর্সমেন্ট টিম। পরে তারা ওই অফিসের উপ-পরিচালকের সঙ্গে অভিযোগ ও গ্রাহক হয়রানির বিষয়ে কথা বলেন। উপ-পরিচালক এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেবেন বলে দুদক টিমকে আশ্বাস দেন।

এনফোর্সমেন্ট টিম এ বিষয়ে কমিশনে বিস্তারিত প্রতিবেদন জমা দেবে বলে জানিয়েছে।

(ঢাকাটাইমস/০২অক্টোবর/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বেনাপোল সীমান্তে অবৈধ অনুপ্রবেশের সময় দুজন আটক
সচিবালয় ও যমুনার আশপাশে সভা-সমাবেশে  নিষেধাজ্ঞা
জেডআরএফ’র ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক অধ্যাপক মোর্শেদ
শ্রীপুরে ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা