মাহমুদউল্লাহর ‘সেকেন্ড হোম’ ভারত, কোনো ‘মন্তব্য’ নেই সাকিবের

সাকিব-তামিম ইস্যুতে যখন উত্তপ্ত দেশের ক্রিকেট অঙ্গন, তখন বিশ্বকাপে ভালো কিছু করার স্বপ্ন নিয়ে দেশ ছাড়ে বাংলাদেশ ক্রিকেট দল। একদিকে ক্রিকেট অঙ্গনে উত্তপ্ত অবস্থা, অন্যদিকে বিশ্বকাপ নিয়ে দুশ্চিন্তা। যা নিয়ে বিষন্ন অবস্থাতেই ছিল টাইগাররা।
এর মাঝেই আইসিসির উদ্যোগে অন্যরকম এক দিন পার করেছে বাংলাদেশ। মাঠের লড়াইয়ের আগে মিডিয়া ডে বেশ ভালোই কেটেছিল বাংলাদেশ ক্রিকেট দলের। মূল খেলার আগে টাইগার ক্রিকেটাররা ফুরফুরে মেজাজে আছেন, সেটাই অন্তত প্রকাশ পেয়েছে মিডিয়া ডের কার্যক্রমে।
সোমবার (২ অক্টোবর) বাংলাদেশের মিডিয়া ডের ছোট্ট এক ভিডিও প্রকাশ করেছে আইসিসি। যেখানে দেখা গিয়েছে তাদের হালকা রসিকতার ছাপ। উপস্থাপনায় ছিলেন স্পিনার নাসুম আহমেদ।
ভিডিওর শুরুতে নাসুম যান মেহেদী হাসান মিরাজের কাছে। ভারতে খেলা নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি ভালো বোধ করছি। এখানে অনেকবার এসেছি। ভারতে অনেক ম্যাচ খেলেছি। আমি খুশি এখানে এসে।’
মিরাজের কথা বলার সময় তাকে ‘বিভ্রান্ত’ করার চেষ্টা করছিলেন নাজমুল হোসেন শান্ত। এর মাঝে ‘সে আমাদের সহ-অধিনায়ক...’ বলে কথা বলতে শান্তকে মাইক্রোফোনের সামনে আনতে চাইলেও পারেননি মিরাজ।
তখন চা পান করছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। নাসুম উপস্থাপকের ভূমিকা নিয়ে তার কাছে যান। জানান, রিয়াদকে চা বানিয়ে খাওয়ান তিনিও। নাসুমের চা ‘যে কারো চেয়ে ভালো’ স্বীকৃতি দেন রিয়াদ।
এরপর ভারতে খেলার অভিজ্ঞতা জানিয়ে রিয়াদ বলেন, ‘ভারত আমাদের দ্বিতীয় ঘরের মতো। এখানকার খাবার ও চা অসাধারণ। এখানে ফিরতে পারাটা ভালো ব্যাপার।’
ভিডিওর শেষে অধিনায়ক সাকিব আল হাসানের কাছে নাসুম গেলে তিনি অবশ্য হাসতে হাসতে বলেন, ‘আমি কিছু বলতে চাই না, কোনো মন্তব্য নেই।’
(ঢাকাটাইমস/০৩অক্টোবর/এনবিডব্লিউ)
সংবাদটি শেয়ার করুন
খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত
খেলাধুলা এর সর্বশেষ

টি-টোয়েন্টি বিশ্বকাপের লোগো উন্মোচন

টাইমস ম্যাগাজিনের বিচারে বর্ষসেরা ক্রীড়াবিদ মেসি

মেসির জন্যই পদত্যাগ করতে চান স্কালোনি!

ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা

বেতন বাড়িয়ে ক্যাবরেরার সঙ্গে চুক্তি নবায়ন বাফুফের

পিএসএলে সাড়ে ৪ কোটিতে দল পাল্টালেন নাসিম শাহ

তারকা ক্রিকেটারদের বাদ দিয়ে বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের দল ঘোষণা

বৃষ্টিতে বিলম্বিত ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা

মুশফিকের বিরল আউট নিয়ে যা বললেন মেহেদী হাসান মিরাজ
