মাদকমুক্ত পূজা উদযাপন করতে এমপির আহ্বান

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ অক্টোবর ২০২৩, ২১:০৪

কুমিল্লায় হিন্দু ধর্মাবলম্বীদেরকে মাদকমুক্ত পূজা উদযাপন করতে আহ্বান জানিয়েছেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ.ক.ম বাহাউদ্দিন বাহার।

এ সময় তিনি বলেন, কোনো ধর্মীয় আচার-অনুষ্ঠানে মাদক এলাও না। কিন্তু দূর্গা পূজার সময় হিন্দু ধর্মাবলম্বীরা অনেক সময় মাদক গ্রহণ করে থাকেন। ফলে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

বুধবার কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আসন্ন দূর্গা পূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর পূজামণ্ডপগুলোতে ব্যাপক আর্থিক অনুদান দিয়েছেন। সেই সুবাদে কুমিল্লা মহানগরীর প্রতিটি মণ্ডপে কমপক্ষে ১০-৫০ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক অনুদান দেয়া হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লার জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন- কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়া, সহকারী পুলিশ সুপার (ডিএসবি) কাজী মতিউল ইসলাম, র‌্যাব-১১ সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক এ.কে.এম মুনিরুল আলম, কুমিল্লার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সরকারের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।

(ঢাকাটাইমস/০৪ অক্টোবর/ইএইচ)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সারাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :