লক্ষ্মীপুর-৩ আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন রাকিব

লক্ষ্মীপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৯ অক্টোবর ২০২৩, ২১:৩৮

লক্ষ্মীপুর-৩ আসনে জাতীয় পার্টি থেকে মনোনয়ন পেলেন মুহাম্মদ রাকিব হোসেন। সোমবার বিকালে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের চেয়ারম্যান জি এম কাদের দলীয় মনোনয়নপত্র রাকিব হোসেনের হাতে তুলে দেন। এ সময় লক্ষ্মীপুর জেলা জাতীয় পার্টির সভাপতি মাহমুদ হোসেন উপস্থিত ছিলেন।

রাকিব হোসেনের বাবা মোহাম্মদ উল্ল্যাহ জাতীয় পার্টি থেকে ১৯৮৮ সালে এমপি নির্বাচিত হন এ আসনে। একই আসনে একই প্রতীকে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে উপ-নির্বাচনে রাকিব হোসেন জাতীয় পার্টি থেকে দলীয় মনোনয়ন পেলেন।

রাকিব হোসেন লক্ষ্মীপুর জেলা জাতীয় পার্টির সহ-সাধারণ সম্পাদক।

এছাড়া লক্ষ্মীপুর-৩ (সদর) উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু।

রাকিব হোসেন বলেন, দলের চেয়ারম্যান জিএম কাদের আমার মতো তরুণ নেতার ওপর আস্থা রেখেছেন। আমি তার ও দলের মহাসচিব মজিবুল চুন্নুর প্রতি কৃতজ্ঞ। দলের নেতাকর্মীদের নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করব।

(ঢাকা টাইমস/০৯অক্টোবর/প্রতিনিধি/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :