লক্ষ্মীপুর-৩ আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন রাকিব

লক্ষ্মীপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ অক্টোবর ২০২৩, ২১:৩৮
অ- অ+

লক্ষ্মীপুর-৩ আসনে জাতীয় পার্টি থেকে মনোনয়ন পেলেন মুহাম্মদ রাকিব হোসেন। সোমবার বিকালে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের চেয়ারম্যান জি এম কাদের দলীয় মনোনয়নপত্র রাকিব হোসেনের হাতে তুলে দেন। এ সময় লক্ষ্মীপুর জেলা জাতীয় পার্টির সভাপতি মাহমুদ হোসেন উপস্থিত ছিলেন।

রাকিব হোসেনের বাবা মোহাম্মদ উল্ল্যাহ জাতীয় পার্টি থেকে ১৯৮৮ সালে এমপি নির্বাচিত হন এ আসনে। একই আসনে একই প্রতীকে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে উপ-নির্বাচনে রাকিব হোসেন জাতীয় পার্টি থেকে দলীয় মনোনয়ন পেলেন।

রাকিব হোসেন লক্ষ্মীপুর জেলা জাতীয় পার্টির সহ-সাধারণ সম্পাদক।

এছাড়া লক্ষ্মীপুর-৩ (সদর) উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু।

রাকিব হোসেন বলেন, দলের চেয়ারম্যান জিএম কাদের আমার মতো তরুণ নেতার ওপর আস্থা রেখেছেন। আমি তার ও দলের মহাসচিব মজিবুল চুন্নুর প্রতি কৃতজ্ঞ। দলের নেতাকর্মীদের নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করব।

(ঢাকা টাইমস/০৯অক্টোবর/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘জুলাইয়ের শহীদদের পাশে আজীবন থাকবে জামায়াত’
তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে উত্তরায় বিএনপির বিক্ষোভ সমাবেশ 
সম্পূরক শুল্ক কমিয়ে আনতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার করার ওপর গুরুত্বারোপ আমীর খসরুর
তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে সংশোধনীকে শক্তিশালী করতে চায় বিএনপি: সালাহউদ্দিন  
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা