স্থল আকাশ ও সমুদ্রপথে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
| আপডেট : ১৫ অক্টোবর ২০২৩, ১১:১৫ | প্রকাশিত : ১৫ অক্টোবর ২০২৩, ০৯:২৮

ইসরায়েলি সামরিক বাহিনী স্থল, সমুদ্র ও আকাশপথে হামলার পরিকল্পনা করছে। একটি বিবৃতিতে এ কথা বলেছে দেশটি। তবে কোন সময় বা সুনির্দিষ্ট কোনো তথ্য দেয়নি।

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফ্রন্টলাইন সৈন্যদের বলেছেন, ‘পরবর্তী পর্যায় আসছে।’ খবর বিবিসির।

ইসরায়েল উত্তর গাজায় বসবাসকারী ১.১ মিলিয়ন ফিলিস্তিনিকে দক্ষিণে সরিয়ে নেওয়ার জন্য সতর্ক করেছে এবং হাজার হাজার গাড়ি বা পায়ে হেঁটে পালিয়েছে তারা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইসরায়েলের এ নির্দেশের নিন্দা করে বলেছে, হাসপাতালের রোগীদের স্থানান্তর করতে বাধ্য করা ‘মৃত্যুদণ্ড’ হবে।

এদিকে ‘বিবিসি ভেরিফাই’ নিশ্চিত করেছে যে উত্তর গাজা থেকে দূরে যাওয়ার সময় তাদের গাড়িতে হামলায় নারী ও ছোট শিশু নিহত হয়েছে।

গত সপ্তাহে ইসরায়েলে ১৩০০ জনেরও বেশি লোক নিহত হয়, যখন হামাস যোদ্ধারা আক্রমণ করতে সীমান্ত অতিক্রম করেছিল।

ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলছে, গাজা উপত্যকায় ইসরায়েলের বোমা হামলার পর ২২০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে।

(ঢাকাটাইমস/১৫অক্টোবর/এফএ)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :