সিদ্ধিরগঞ্জে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সবজি বিক্রেতা হত্যা মামলার পলাতক আসামি মো. পাভেলকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার রাত ১০ টার দিকে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা।
গ্রেপ্তার মো. পাভেল মিজমিজি ক্যানেলপাড় এলাকার জিসান আহমেদের ছেলে।
পুলিশ জানিয়েছেন, সবজি বিক্রেতা আক্কাস সিকদার হত্যার সঙ্গে জড়িত ছিলেন পাভেল। মামলার প্রথম দুই আসামি গ্রেপ্তার হলেও পালিয়ে বেড়াচ্ছিল বাকিরা। আজ গোপন সংবাদের মাধ্যমে মিজমিজি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
ওসি গোলাম মোস্তফা জানান, সবজি বিক্রেতা হত্যার পর দুজন গ্রেপ্তার হলেও বাকি দুজন পলাতক ছিলো। আজ পলাতক আসামি পাভেলকে গ্রেপ্তার করা হয়েছে। শিগগির আরেকজনকে গ্রেপ্তার করা হবে।
(ঢাকাটাইমস/১৫ অক্টোবর/ইএইচ)

মন্তব্য করুন