কক্সবাজারের আইকনিক রেল স্টেশন পরিদর্শনে রেলমন্ত্রী

কক্সবাজার প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ১৬ অক্টোবর ২০২৩, ২২:৫৭ | প্রকাশিত : ১৬ অক্টোবর ২০২৩, ২২:৫৫

কক্সবাজারের আইকনিক রেল স্টেশন পরিদর্শন করেছেন রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন। সোমবার বিকালে তিনি কাজের অগ্রগতি যাচাই ও স্টেশনের চারপাশ ঘুরে দেখেন।

পরিদর্শন শেষে রেলমন্ত্রী বলেন, ‘কক্সবাজারের মানুষ দীর্ঘদিন থেকে রেললাইন নির্মাণের স্বপ্ন বুনেছেন। সেই স্বপ্ন অবশেষে বাস্তবে রূপ নিতে যাচ্ছে। মানুষ এখন রেললাইন চালুর জন্য অপেক্ষার প্রহর গুণছে। বর্তমানে প্রায় ৯২ শতাংশ কাজ শেষ হয়েছে। বাকি কাজও দ্রুত শেষ হবে। আগামী ১২ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দোহাজারী-কক্সবাজার রেলপথের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এর আগে পূর্ণাঙ্গ একটি ট্রেন নিয়ে ২ নভেম্বর ট্রায়াল রান করা হবে।’

তিনি আরও বলেন, ‘দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত ট্রেন চলাচলের জন্য লাইন বসে গেছে। ৩-৪টি স্টেশন বাদ দিয়ে বাকি স্টেশনগুলোর কাজ শেষ হয়েছে। কক্সবাজারের আইকনিক রেল স্টেশনের নির্মাণ কাজও সম্পন্নের পথে। এখন টুকিটাকি কাজ ও ফিনিশিংয়ের কাজ চলছে। উদ্বোধনের পর পর বাণিজ্যিকভাবে রেল চলাচল শুরু হবে। তবে প্রাথমিকভাবে চট্টগ্রাম-কক্সবাজার রেল চলাচল করবে। অচিরেই ঢাকা-কক্সবাজারও রেল চলাচল শুরু হবে।’

দোহাজারী-কক্সবাজার রেললাইনের প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ সুবক্তগিন বলেন, ১০০ কিলোমিটারের নির্মাণাধীন রেলপথের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে কক্সবাজার আইকনিক রেলস্টেশন। যেখানে থাকছে তারকামানের হোটেল, শপিং মল, রেঁস্তোরা, শিশুযত্ন কেন্দ্র, লকার বা লাগেজ রাখার স্থান। পর্যটকেরা লাগেজ, মালামাল স্টেশনে রেখে সারাদিন সমুদ্রসৈকত বা দর্শনীয় স্থান ঘুরে রাতের ট্রেনে আবার ফিরতে পারবেন নিজ গন্তব্যে। ছয়তলা আইকনিক স্টেশন ভবনের মূল কাঠামোর নির্মাণকাজ শেষ হয়েছে। প্ল্যাটফর্ম ও পদচারী-সেতুর কাজও শেষ পর্যায়ে। নির্দিষ্ট সময়ের মধ্যেই যাতে আইকনিক রেলস্টেশনের নির্মাণকাজ শেষ হয়, সে লক্ষ্যে পুরোদমে কাজ চলছে। স্টেশন ভবনের পশ্চিম পাশে পাঁচতলা ২০টি ভবনের নির্মাণকাজও শেষ পর্যায়ে রয়েছে।

(ঢাকা টাইমস/১৬অক্টোবর/প্রতিনিধি/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

দিনাজপুরে ভোট গণনার পর সংঘর্ষ, পুলিশের গুলিতে ইউপি সদস্য প্রার্থীর সমর্থক নিহত

বহিষ্কৃত প্রার্থীর পক্ষে প্রচারে অংশ নিলে কঠোর ব্যবস্থা নেয়া হবে: সেলিম ভূইয়া

নোয়াখালীতে গরমে অসুস্থ এক শিক্ষক ও ১৪ শিক্ষার্থী

জয়পুরহাটে জামায়াত-শিবিরের ৬১ নেতাকর্মী কারাগারে

হিট স্ট্রোকে মাদারীপুরে ব্যবসায়ী ও কৃষকের মৃত্যু

সালথায় তীব্র গরমে অসুস্থ স্কুলের ১৩ শিক্ষক-শিক্ষার্থী 

আদালত চত্বর থেকে পালিয়ে যাওয়া আসামি ঢাকায় গ্রেপ্তার

শতকোটি ব্যয়ে রংপুরে হচ্ছে ৪৬০ বেডের ক্যানসার, কিডনি ও হৃদরোগ হাসপাতাল

তীব্র খরার পুড়ছে পাটক্ষেত, পাতালেও মিলছে না পানি! দিশেহারা কৃষক

চাঁদপুরে প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন

এই বিভাগের সব খবর

শিরোনাম :