জামালপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

জামালপুরের বকশীগঞ্জে পুকুরে পানিতে ডুবে মাহিম হাসান (২) ও মরিয়ম আক্তার (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার কামালপুর ইউনিয়নে একজন ও মেরুরচর ইউনিয়নে একজনের মৃত্যু হয়।
নিহত শিশু মাহিম হাসান কামালপুর ইউনিয়নের দক্ষিণ কামালপুর গ্রামের সুজন মিয়ার ছেলে। অপরদিকে মরিয়ম আক্তার মেরুরচর ইউনিয়নের মেরুরচর উত্তর পাড়া গ্রামের বাবুল মিয়ার মেয়ে।
স্থানীয়রা জানান, রবিবার বিকালে মেরুরচর উত্তরপাড়া গ্রামের মরিয়ম আক্তার তার দাদী রুশেদা বেগমের সাথে পাশ্ববর্তী ভাটি কলকিহারা গ্রামে ফুফুর বাড়িতে বেড়াতে যান। এরপর খেলতে খেলতে ওই বাড়ির পাশে একটি পুকুরের পানিতে পড়ে যায়। পরে ১১টার দিকে স্থানীয়রা ওই পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেন।
অপরদিকে ফাহিম হাসান বাড়ির পাশে একটা পুকুরে পড়ে যায়। স্বজনরা খোজাখুজির এক পর্যায়ে পুকুরে তার লাশ ভাসতে দেখে।
বকশিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
(ঢাকা টাইমস/১৭অক্টোবর/প্রতিনিধি/এসএ)

মন্তব্য করুন