১৮ রানে ভাঙলো শ্রীলঙ্কার ওপেনিং জুটি
চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম জয়ের খোঁজে থাকা শ্রীলঙ্কা মাত্র ১৮ রানেই হারালো প্রথম উইকেট। নেদারল্যান্ডসের দেওয়া ২৬৩ রানের লক্ষে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খেরো লঙ্কানরা।
লঙ্কানদের হয়ে আজ ওপেনিংয়ে নামেন পাথুম নিশাঙ্কা ও কুশল পেরেরা। কিন্তু নিজেদের জুটিকে বেশিদূর নিয়ে যেতে পারলেন না এই দুই ওপেনার।
দলীয় ১৮ রানে কুশল পেরেরার বিদায়ে ভেঙে যায় এই জুটি। ৮ বলে ৫ রান করা কুশল পেরোরা বাস ডি লিডের হাতে ক্যাচ তুলে দিয়ে ফিরে যান সাজঘরে।
এরআগে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটংয়ে নেমে ৯১ রানে ৬ উইকেট হারায় ডাচরা। ৯১ রানে ৬ উইকেট হারানো ডাচরা সাইব্র্যান্ড এনজেলব্রাখ ও লোগান ভ্যান বিকের জুটিতে ঘুরে দাঁড়ায়। শেষ পর্যন্ত সব উইকেট হারিয়ে ২৬৩ রান তোলে নেদারল্যান্ডস। এখন জয়ের জন্য ২৬৩ রানের লক্ষে ব্যাট করছে শ্রীলঙ্কা।
(ঢাকাটাইমস/২১অক্টোবর/এনবিডব্লিউ/ইএইচ)