কুমিল্লায় চেম্বারে ঢুকে স্ত্রীসহ চিকিৎসককে ছুরিকাঘাত, আটক ১

কুমিল্লা প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ২২ অক্টোবর ২০২৩, ১১:১৯ | প্রকাশিত : ২২ অক্টোবর ২০২৩, ০৯:৫৯
হাসপাতালে ডা. জহিরুল হক।

কুমিল্লা রেসকোর্স এলাকায় শিশুরোগ বিশেষজ্ঞ ডা. জহিরুল হক ও তার স্ত্রী ফারহানা আফরিন হিমিকে চেম্বারে ঢুকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করা হয়েছে। শনিবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত চিকিৎসককে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

কুমিল্লা নগরীর রেসকোর্সে শাপলা টাওয়ার নামে একটি ভবন পরিচালনা কমিটির দ্বন্দ্বে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

কোতোয়ালি মডেল থানার ওসি আহমেদ সনজুর মোর্শেদ জানান, এ ঘটনায় সালাউদ্দিন মোর্শেদ পাপ্পু নামে একজনকে আটক করা হয়েছে। বাকি অভিযুক্তদেরও আটকের জন্য অভিযান চলছে।

ডা. জহিরের স্ত্রী হিমির বড় ভাই কাজী শরিফ বলেন, রেসকোর্সে শাপলা টাওয়ারের পরিচালনা কমিটি নিয়ে দ্বন্দ্ব থেকে একদল লোক এসে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় ডা. জহির গুরুতর আহত হয়। আমার বোন হিমিকেও ছুরিকাঘাত করা হয়েছে। সেও চিকিৎসাধীন।

(ঢাকাটাইমস/২২অক্টোবর/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :