জেলেদের ভিজিএফের চাল ওজনে কম দেওয়ার অভিযোগ

পিরোজপুর প্রতি‌নি‌ধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ অক্টোবর ২০২৩, ১৫:৫৯
অ- অ+

পিরোজপুরের মঠবাড়িয়ায় জেলেদের চাল ওজনে কম দেওয়াসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে বড় মাছুয়া ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে।

ভুক্তভোগীদের অভিযোগ, মা ইলিশ সংরক্ষণ মৌসুমে কর্মহীন কার্ডধারী প্রত্যেক জেলেকে ২৫ কেজি করে চাল দেওয়ার কথা। কিন্তু প্রত্যেককেই ২-৩ কেজি করে চাল কম হয়েছে। এছাড়া প্রকৃত দরিদ্র জেলে কার্ডধারীদের না দিয়ে সচ্ছল ব্যক্তিদের বিশেষ টোকেনের মাধ্যমে চাল দেওয়া হয়েছে। ২২ ও ২৩ সেপ্টেস্বর চাল বিতরণের সময় বড় মাছুয়া ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে এসব অভিযোগ উঠে।

বড়মাছুয়া গ্রামের ইয়াহিয়া, রহিম হাওলাদারসহ একাধিক জেলে ২৫ কেজি ওজনের খোলা চালের বস্তা দোকানে ওজন দিয়ে দেখেন চাল ২৫ কেজি নয়, ২১ থেকে ২২ কেজি। ওজনে কম দেয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা।

সরেজমিনে দেখা যায়, গত রবি ও সোমবার স্থনীয় বড়মাছুয়া ইউনিয়েনের ৮৭৫ জন জেলের মধ্যে ভিজিএফের চাল বিতরণ করা হয়। অথচ গত মৎস্য সংরক্ষণ মৌসুমের চাল বিতরণ না করে গুদামে রেখে নষ্ট হওয়া দুই কিস্তির চাল এক সঙ্গে দেওয়া হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে চাল বিতরণের জন্য নির্দেশ থাকলেও তা উপেক্ষা করা হয়। এতে জেলেদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

অভিযোগ রয়েছে, ওই ইউনিয়নের অসচ্ছল কার্ডধারী জেলেদের চাল না দিয়ে সচ্ছলদের চেয়াম্যানের নিজ ছবি সংবলিত বিশেষ টোকেনের মাধ্যমে ভিজিএফের চাল প্রদান করা হয়। সচ্ছল ব্যক্তিরা সেই চাল বিক্রি করে দেয়। তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান নাসির হাওলাদার বলেন গত সাত বছর ধ‌রেই এমন বিশেষ টোকেন মাধ্যমে তিনি চাল বিতরণ করে আসছেন।

স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে জানান, চেয়ারম্যানের বিশেষ টোকেন দেখে মনে

হচ্ছে তিনি তার নিজের টাকায় কিনে চালগুলো দিচ্ছেন।

তারা আরও জানান, এত অভিযোগ তবুও কোনো ব্যবস্থা নেয়নি স্থানীয় প্রশাসন।

ইউপি চেয়ারারম্যান নাসির হোসেন হাওলাদার চাল ওজনে কম দেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, চাল ঘাটতি, শ্রমিকদের মজুরি ও কার্ড বঞ্চিত হতদরিদ্র দুস্থদের মধ্যে বিতরণের জন্য কিছু চাল কম দিতে হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইযূম বলেন,অভিযোগ পেয়ে সোমবার থেকে ওই ইউনিয়নে তদারকি কর্মকর্তার উপস্থিতিতে চাল বিতরণ করা হয়েছে। ওজনে কম দেওয়ার লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/২৪অক্টোবর/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা