নিহত পুলিশ সদস্য কাউন্টার টেরোরিজমের, বাড়ি মানিকগঞ্জ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ অক্টোবর ২০২৩, ২৩:৪৯

রাজধানীতে বিএনপি জামায়াতের সঙ্গে পুলিশের সংঘর্ষে নিহত পুলিশ সদস্যের নাম মোহাম্মদ আমিরুল ইসলাম পারভেজ। তিনি ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটে কনেস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। ডিএমপির একটি সূত্র ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ডিএমপি জানিয়েছে, নিহত মোহাম্মদ আমিরুল ইসলাম পারভেজ মানিকগঞ্জের দৌলতপুর থানার মো. সেকেন্দার আলী মোল্লার ছেলে।

শনিবার রাজধানীর কাকরাইলে বিএনপি নেতা কর্মীদের সঙ্গে সংঘর্ষে তিনি আহত হন। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। বিকাল সোয়া ৪টার সময় দায়িত্বরত চিকিৎসক আমিরুলকে মৃত ঘোষণা করেন।

এদিকে সংঘর্ষে আহত আরও ১০ সদস্য ঢামেকে চিকিৎসাধীন। তারা হলেন- কনস্টেবল শাহীন, সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুস সামাদ, নায়েক আব্দুর রাজ্জাক, কনস্টেবল আসাদুজ্জামান, উপপরিদর্শক (এসআই) কাইয়ুম, কনস্টেবল আলী, কনস্টেবল আবু তাহের, কনস্টেবল শাকিল, কনস্টেবল তোফাজ্জল।

পুলিশের সঙ্গে বিএনপি-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর কাকারাইল ও পল্টন এলাকা। দুপুর সাড়ে ১২টার দিকে এই পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এতে বিএনপির কর্মী ও পুলিশের অনেক সদস্য আহত হয়েছেন।

(ঢাকাটাইমস/২৮অক্টোবর/এএ/কেএম)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :