যুবলীগের হরতালবিরোধী বিক্ষোভ ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৯ অক্টোবর ২০২৩, ১৫:১৩

সারাদেশে বিএনপি-জামায়াতের ডাকা সকাল সন্ধ্যা হরতালেল বিপক্ষে বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ।

রবিবার দুপুর সোয়া ১২টার দিকে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে জিপিও ঘুরে আবার ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে গিয়ে শেষ হয়।

মিছিলে অংশ নেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবন, মোয়াজ্জেম হোসেন, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান চপল, প্রচার ও প্রকাশনা সম্পাদক জয়দেব নন্দি, দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাঈন উদ্দিন রানা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা,

সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বকুল, গাজী সারোয়ার হোসেন বাবু, মাকসুদ রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আরমান হক বাবু,

দপ্তর সম্পাদক এমদাদুল হক এমদাত, অর্থ সম্পাদক ফিরোজ উদ্দিন সায়মন, উপ-ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক শাহজালাল রিপন, উপ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দিন ফালান,উপদপ্তর সম্পাদক আরিফুজ্জামান, সহসম্পাদক জাহাঙ্গীর মোল্লাসহ ঢাকা মহানগর দক্ষিণের নেতৃবৃন্দ।

পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেন, ‘বিএনপি-জামায়াতের কোনো চক্রান্ত বাংলার মার্টিতে সফল হবে না। বিএনপি জামায়াতকে প্রতিহত করতে আওয়ামী যুবলীগ যথেষ্ট। বিএনপিকে প্রতিরোধ করতে যুবলীগ সদাপ্রস্তুত রয়েছে।’

তিনি বলেন, ‘দেশের মানুষের কণ্ঠ রোধ করার জন্য মানুষের ওপরে, পুলিশের ওপরে, সাংবাদিকদের ওপর হামলা করেছে। বিএনপি হলো স্বাধীনতাবিরোধী। জামায়াত-শিবির নিয়ে দল করে। তাদের উদ্দেশ্য দেশকে ধ্বংস করা।’

যুবলীগের এই নেতা বলেন, ‘বিএনপি-জামায়াত মুক্তিযুদ্ধের চেতনাকে শেষ করে দেওয়ার জন্য বার বার চেষ্টা করছে। এদেরকে প্রতিহত করতে প্রয়োজনে আরেকটা মুক্তিযুদ্ধ করা হবে। বিএনপি নতুন করে ষড়যন্ত্র করছে নির্বাচন বানচাল করার জন্য। বিএনপির যদি জনপ্রিয়তা থাকে তাহলে নির্বাচনে এসে প্রমাণ করুক। যাদের মুরোদ আছে তারা কখনো নির্বাচনকে ভয় পায় না।’

এসময় দেশের মানুষের জানমাল রক্ষায় নেতাকর্মী রাজপথে সতর্ক অবস্থানে থাকার নির্দেশনা দেন তিনি।

এছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয়ে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ের সামনে হরতালবিরোধী অবস্থান নিয়েছে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

(ঢাকাটাইমস/২৯অক্টোবর/জেএ/এফএ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

নিখোঁজ ছাত্রদল নেতা আনিসের পরিবারকে বিএনপির আর্থিক সহযোগিতা

উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপি থেকে আরও ৫২ জন বহিষ্কার

পশ্চিমারা বাংলাদেশ প্রসঙ্গে তাদের অবস্থান পরিবর্তন করেনি: মির্জা ফখরুল 

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আ. লীগের তিন দিনব্যাপী কর্মসূচি

প্রকাশ্যে ভোট: ইসিতে ক্ষমা চেয়ে দায়মুক্তি পেলেন এমপি হাফিজ

সরকারের উৎপাদন করার চেয়ে আমদানি করার চাহিদা বেশি: নজরুল ইসলাম খান

‘ফারাক্কা দিবস’ যেকোনো অধিকার আদায়ে জনগণকে উদ্বুদ্ধ করে: মির্জা ফখরুল 

বাংলাদেশকে রক্ষা করতে ঐক্যবদ্ধ আন্দোল‌নের বিকল্প নেই: দুদু

রিজার্ভ আর অবৈধ সরকারের পতন কোনোভাবেই ঠেকানো যাবে না: এবি পার্টি

ফারাক্কা দিবসের অঙ্গীকার- যৌথ নদী রক্ষায় সোচ্চার হোন: বাংলাদেশ ন্যাপ

এই বিভাগের সব খবর

শিরোনাম :