লালমনিরহাটে হরতালে বাধা দেওয়ায় আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা

লালমনিরহাট প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ অক্টোবর ২০২৩, ১৭:১১| আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ১৭:৫০
অ- অ+
জাহাঙ্গীর হোসেন (৪২)।

লালমনিরহাটের মহেন্দ্রনগরে বিএনপির হরতালে বাধা দেওয়াকে কেন্দ্র করে জাহাঙ্গীর হোসেন (৪২) নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে বিএনপির নেতাকর্মীরা। এসময় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

রবিবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জাহাঙ্গীর হোসেন মারা যান।

এর আগে সকালে হরতাল চলাকালীন জাহাঙ্গীর হোসেনসহ বেশ কয়েকজন বাধা দিলে তাদের ওপর আক্রমণ চালায় বিএনপির নেতাকর্মীরা। এতে জাহাঙ্গীর হোসেনকে কুপিয়ে জখম করা হয়।

নিহত জাহাঙ্গীর হোসেন লালমনিরহাটের গোকুন্ডা ইউনিয়নের বেড়পাঙ্গা এলাকার আজিজার রহমানের ছেলে। তিনি সদরের গোকুন্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য।

হামলার পর গুরুতর আহত অবস্থায় প্রথমে লালমনিরহাট সদর হাসপাতালে পরে রংপুর মেডিকেল কলেজে হাসপাতলে নেওয়া হলে দুপুর ২টায় তার মৃত্যু হয়। তার মৃত্যুর খবর এলাকায় ও পরিবারের জানাজানি হলে নেমে আসে শোকের ছায়া।

এদিকে লালমনিরহাটে সকাল থেকে বন্ধ রয়েছে বাস চলাচল। সকালে শহরের মিশন মোড়ে বিক্ষোভ ও পিকেটিং করার সময় পুলিশ ধাওয়া দিলে ছত্রভঙ্গ হয়ে পড়ে হরতালকারীরা। এদিকে সাধারণ যাত্রীদের পায়ে হেঁটে এবং অটোরিকশা করে যেতে দেখা গেছে। জেলার আদিতমারী উপজেলায় বিএনপি কার্যালয় ভাঙচুর করেছে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। এসময় অন্তত ৮ জন আহত হয়েছে। এছাড়া জেলার মহেন্দ্রনগরসহ বেশ কয়েকটি পয়েন্টে বিএনপি-আওয়ামী লীগ ও পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ টিয়ারশেল মেরে ছত্রভঙ্গ করে দেয়। সাংবাদিকের গাড়িসহ ৫টি গাড়ি ভাঙচুর করেছে হরতাল সমর্থনকারীরা।

(ঢাকাটাইমস/২৮অক্টোবর/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিরাজগঞ্জে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার
মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
খিলগাঁওয়ে নির্মাণাধীন ভবনে আগুন
কারামুক্ত হলেন মডেল মেঘনা আলম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা