গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ০১ নভেম্বর ২০২৩, ১৪:০৩ | প্রকাশিত : ০১ নভেম্বর ২০২৩, ১৩:৫২

অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে বিক্ষোভ মিছিল করেছে গণতন্ত্র মঞ্চ।

বুধবার নয়াপল্টন-কাকরাইল রোডে বিক্ষোভ মিছিল করেন মঞ্চের নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, ‘আমাদের এই অবরোধ কর্মসূচি দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে পালন করছে, এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই।’

তিনি বলেন, ‘আমাদের এই আন্দোলন কিসের জন্য? আমাদের আন্দোলন হচ্ছে এই ভোটচোর ভোট ডাকাতদের বিরুদ্ধে। তারা একতরফাভাবে আবার নির্বাচন করতে চাচ্ছে। কিন্তু এদেশের জনগণ তা মেনে নেবে না।’

তিনি আরও বলেন, ‘এই সরকার আমাদের আন্দোলন দমনের জন্য ভয়ংকর কূটকৌশল গ্রহণ করেছে। তারা কৌশল করে পুলিশ সদস্যকে হত্যা করে। সাংবাদিকদের ওপর হামলা করে। পুলিশ হসপিটালে আগুন ধরিয়ে দিয়ে বিরোধী দলের ওপর দোষ চাপাতে চায়। আর এই কারণেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার করেছে। গতকাল বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেপ্তার করেছে। এছাড়াও বিরোধী দলীয় শত শত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। বাংলাদেশের মানুষ এসব অত্যাচার দমন করে আগামী দিনে জনগণের সরকার প্রতিষ্ঠিত করবে।’

এ সময় গণতন্ত্র মঞ্চের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/০১নভেম্বর/জেবি/এফএ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :