যুবক থেকেও যুদ্ধে যাননি কিন্তু পতাকা ওড়াচ্ছেন: জিএম কাদেরকে ফিরোজ রশিদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০১ মে ২০২৪, ১৫:৪০

জাতীয় পার্টির (রওশন) নির্বাহী চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ জিএম কাদেরকে উদ্দেশ্য বলেছেন, ‘৭১ সালে ২৩ বছর বয়সে বুয়েটের ছাত্র ছিলেন কিন্তু যুদ্ধে যাননি। ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যে পতাকা আমরা অর্জন করেছি এখন আপনি পার্টিকে বিক্রি করে দালালি করার মাধ্যমে সেই পতাকা ওড়াচ্ছেন বাড়িতে-গাড়িতে। কোনো আন্দোলন- সংগ্রামে যাবেন না, জেল খাটবেন না, শুধু উত্তরাধিকার দাবি করে পদ আকড়ে থাকতে চাইবেন আর দালালি করবেন, জনগনকে বিভ্রান্ত করবেন তা হবে না।’

বুধবার মোহাম্মদপুর টাউন হল প্রাঙ্গণে জাতীয় পার্টির (রওশন) উদ্যোগে আয়োজিত মহান মে দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

আলোচনা সভা শেষে টাউন হল প্রাঙ্গণে পথচারী ও শ্রমিকদের মাঝে বিশুদ্ধ পানি ও শরবত বিতরণ করেন কাজী ফিরোজ রশিদ।

জিএম কাদেরকে জাতীয় পার্টির রওশনপন্থি এই নেতা বলেন, ‘নির্বাচন এলে দালালি করবেন আর দোষ চাপাবেন নেতা-কর্মীদের ওপর। আপনি সমাঝোতার মাধ্যমে নির্বাচন করে দলকে বিসর্জন দিয়েছেন। জনগন আজ জানে আপনি কেন নির্বাচনে গিয়েছিলেন, কী সুবিধার বিনিময়ে। আপনার বিচার একদিন হবে। ক্ষমা পাবেন না।’

ফিরোজ রশিদ আরও বলেন, ‘মে দিবসের আলোচনা সভায় শুধু শ্রমিকদের কথা বলা হয়। পরবর্তীতে কেউ তাদের কথা মনে রাখে না। শিশু শ্রমিকদের কথা কেউ বলে না। তারা অস্বাস্থ্যকর পরিবেশে ময়লা পরিষ্কার করছে। তাদের মুখে মাস্ক নেই, হাতে গ্লাভস নেই। পল্লীবন্ধু এরশাদ এই শিশুদের কথা ভেবেছিলেন। পথকলি ট্রাস্ট গঠন করেছিলেন। তাদের শিক্ষার অধিকার নিশ্চিত করেছিলেন।’

তিনি আরও বলেন, রাজনীতিবিদরা ভালো না হলে দেশ ভালো হবে না, মানুষ ভালো থাকবে না। দেশে এখন রাজনীতি নেই। রাজপথে না নামলে শ্রমিকদের দাবি কোনোদিন আদায় হবে না।’

দলের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর আলম পাঠানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন পার্টির কো-চেয়ারম্যান শফিকুল ইসলাম সেন্টু, গোলাম সারোয়ার মিলন, প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম শফিক, এম এ কুদ্দুস খান, ভাইস চেয়ারম্যান মোস্তাকুর রহমান মোস্তাক, হাজী নাসির সরকার, যুগ্ম মহাসচিব এস এম হাসেম, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, সমবায় বিষয়ক সম্পাদক পারভেজ আলম মীর, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাহিন আরা সুলতানা রিমা প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রাদেশিক বিষয়ক সম্পাদক আব্দুস সাত্তার, যুগ্ম সাংগঠনিক সম্পাদক সিরাজুল আরেফিন মাসুম, যুগ্ম সমবায় বিষয়ক সম্পাদক চিশতী খায়রুল আবরার শিশির, যুগ্ম-এনজিও বিষয়ক সম্পাদক আবু জাফর কামালসহ স্থানীয় নেতাকর্মীরা।

মোটর শ্রমিক পার্টির উদ্যোগে মে দিবসের আলোচনা ও বিশুদ্ধ খাবার পানি বিতরণ

এদিকে জাতীয় মোটর শ্রমিক পার্টির উদ্দ্যোগে বুধবার নগরীর গাবতলী বাস স্ট্যান্ড এলাকায় মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী গোলাম সারোয়ার মিলন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

পার্টির ভাইস চেয়ারম্যান ও জাতীয় মোটর শ্রমিক পার্টির সভাপতি মোস্তাকুর রহমান মোস্তাকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় গোলাম সারোয়ার মিলন বলেন, ‘আমাদের শ্রমিকরা আজ ভালো নেই। তাদের কোনো দাবি আদায় হচ্ছে না। পুঁজিপতিরা শোষন করছে শ্রমিকদের। দেশে রাজনৈতিক স্থিতিশীলতা না এলে শ্রমিকদের এই অবস্থা থেকে উত্তরণ ঘটবে না।’

পরে তিনি নগরীর গাবতলী, দারুসসালাম ও টেকনিক্যাল মোড়ে জাতীয় মোটর শ্রমিক পার্টির বিশুদ্ধ খাবার পানি বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।

(ঢাকাটাইমস/০১মে/জেবি/এসআইএস)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :