নিষেধাজ্ঞার বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে জানি না, শুধু শুনেছি: স্বরাষ্ট্রমন্ত্রী

সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ ও তার পরিবারের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, “নিষেধাজ্ঞার বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে জানি না, শুধু শুনেছি।”
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
এই নিষেধাজ্ঞা বিব্রতকর কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “মার্কিন সরকার অনেক দেশের অনেক ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। অনেক দেশে নিষেধাজ্ঞা দিয়েছে। এটা তাদের জন্য নতুন কিছু না। আমাদের দেশে যাকে দেওয়া হয়েছে, আমাদের কাছে এখনো সেটা সঠিকভাবে আসেনি। এলে পরে জানতে পারব, কেন দেওয়া হয়েছে।”
ভারতে গিয়ে সংসদ সদস্য আনোয়ারুল আজিম নিখোঁজ হওয়ার ব্যাপারে জানতে চাইলে এ বিষয়ে এখনো আপডেট তথ্য পাওয়া যায়নি বলে জানান মন্ত্রী। তিনি বলেন, “আমাদের গোয়েন্দা সংস্থা এবং ভারতের পুলিশ ও গোয়েন্দা সংস্থা তার বিষয়ে কাজ করছে। তার মোবাইল ফোনটি এখনো বন্ধ রয়েছে।”
‘শিগগিরই তার খোঁজ পাওয়া যাবে’ বলে আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
উল্লেখ্য, দুর্নীতিতে জড়িত থাকার কারণে সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সোমবার দিবাগত রাতে মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এ নিষেধাজ্ঞা জারি করে।
(ঢাকাটাইমস/২১মে/এফএ)

মন্তব্য করুন