ভিকারুননিসায় সেই ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, অনিয়ম তদন্তের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ মে ২০২৪, ১৯:২৮
অ- অ+

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে নিয়ম অনুযায়ী বয়স না মেনে ভর্তি হওয়া ১৬৯ জন ছাত্রীর ভর্তি বাতিলের আদেশ বহাল রেখেছেন হাইকোর্ট বাতিল হওয়া শিক্ষার্থীদের আসনে অপেক্ষমান তালিকা থেকে ১৫ দিনের মধ্যে ভর্তি নিতে বলেছেন আদালত একইসঙ্গে ১৬৯ জনের ভর্তিতে অনিয়ম-দুর্নীতির অভিযোগ তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে

বিচারপতি জে বি এম হাসান বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সংক্রান্ত রুলের চূড়ান্ত শুনানি শেষে মঙ্গলবার রায় দেন

আদালতে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের পক্ষে আইনজীবী মোহাম্মদ রাফিউল ইসলাম শুনানি করেন রিট আবেদনকারী দুই অভিভাবকের পক্ষে শুনানি করেন আইনজীবী শামীম সরদার রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান

এর আগে প্রতিষ্ঠানটির প্রথম শ্রেণির ১৬৯ জন ছাত্রীর ভর্তি বাতিল চেয়ে গত ১৪ জানুয়ারি ভর্তিচ্ছু দুই শিক্ষার্থীর অভিভাবক একটি রিট করেন নিয়ম অনুযায়ী বয়স না মেনে ১৬৯ শিক্ষার্থীকে অনিয়ম-দুর্নীতির মাধ্যমে ভর্তি করা হয়েছে বলে রিটে অভিযোগ করা হয়

এরপর গত ২৩ জানুয়ারি রুল জারিসহ ভর্তি বাতিলের আদেশ দেন হাইকোর্ট পরে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) নির্দেশনায় ১৬৯ জন শিক্ষার্থীর ভর্তি বাতিল করে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ

ভর্তি বাতিল হওয়া শিক্ষার্থীদের অভিভাবক আরেকটি রিট করেন ভর্তি বাতিলের বৈধতা নিয়ে নিয়ে হাইকোর্ট রুল জারি করেন আলাদা রুলের একসঙ্গে শুনানি শেষে রায়ের জন্য নতুন দিন ধার্য করে দেন হাইকোর্ট সেই রুল দুটির ওপর চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট আজ মঙ্গলবার রায় ঘোষণা করেন।

(ঢাকাটাইমস/২১মে/টিএ/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এনআরবিসি ব্যাংকের ২০০তম পর্ষদ সভা অনুষ্ঠিত
পঞ্চগড় সদর বিএনপির সম্মেলন: সভাপতি দাউদ, সম্পাদক বাবু
এডিবি-আইএমএফের সহায়তা ছাড়াই বাস্তবসম্মত বাজেট দেওয়া সম্ভব: অর্থ উপদেষ্টা
বগুড়ায় বজ্রপাতে ২ ভাইয়ের মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা