জলাবদ্ধতা নিরসনে সিসিক কর্মচারীদের প্রশিক্ষণ দেবে সেনাবাহিনী
সিলেট নগরীর জলাবদ্ধতা নিরসনে করতে সিটি কর্পোরেশনের চালক ও মেকানিকদের কারিগরি প্রশিক্ষণ দেবে সেনাবাহিনী।
মঙ্গলবার নগর ভবনের সভাকক্ষে সিসিক ও সেনাবাহিনীর যৌথ তত্ত্বাবধানে এ কারিগরি প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
জানা গেছে, নগরীর জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ প্রস্তাবনা অনুযায়ী ‘ট্রেইন দ্য ট্রেইনার্স’ এর আওতায় সিটি করপোরেশনের চালক ও মেকানিকদের প্ল্যান্ট পরিচালনা, বিভিন্ন যান-যন্ত্রাদি রক্ষণাবেক্ষণ ও অপারেটিংয়ে স্বল্পমেয়াদি প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করবে সিলেট সেনাসদরের প্রকৌশল প্রশিক্ষণ দল।
মঙ্গলবার থেকে শুরু করে আগামী ১৫ দিন পর্যন্ত এ প্রশিক্ষণ প্রদান করবেন তারা।
এ সময় সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইফতেখার আহমেদ চৌধুরী, পরিবহণ শাখার বিভাগীয় প্রধান নির্বাহী প্রকৌশলী লে. কর্নেল মাহমুদুল্লাহ সজীব (অব:), সহকারী প্রকৌশলী যান্ত্রিক (শাখা প্রধান) তানভীর আহমদ তামিম ও পরিবহন শাখার অন্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/২১মে/প্রতিনিধি/পিএস)