জলাবদ্ধতা নিরসনে সিসিক কর্মচারীদের প্রশিক্ষণ দেবে সেনাবাহিনী

সিলেট ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ মে ২০২৪, ২০:২৩
অ- অ+

সিলেট নগরীর জলাবদ্ধতা নিরসনে করতে সিটি কর্পোরেশনের চালক ও মেকানিকদের কারিগরি প্রশিক্ষণ দেবে সেনাবাহিনী।

মঙ্গলবার নগর ভবনের সভাকক্ষে সিসিক ও সেনাবাহিনীর যৌথ তত্ত্বাবধানে এ কারিগরি প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

জানা গেছে, নগরীর জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ প্রস্তাবনা অনুযায়ী ‘ট্রেইন দ্য ট্রেইনার্স’ এর আওতায় সিটি করপোরেশনের চালক ও মেকানিকদের প্ল্যান্ট পরিচালনা, বিভিন্ন যান-যন্ত্রাদি রক্ষণাবেক্ষণ ও অপারেটিংয়ে স্বল্পমেয়াদি প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করবে সিলেট সেনাসদরের প্রকৌশল প্রশিক্ষণ দল।

মঙ্গলবার থেকে শুরু করে আগামী ১৫ দিন পর্যন্ত এ প্রশিক্ষণ প্রদান করবেন তারা।

এ সময় সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইফতেখার আহমেদ চৌধুরী, পরিবহণ শাখার বিভাগীয় প্রধান নির্বাহী প্রকৌশলী লে. কর্নেল মাহমুদুল্লাহ সজীব (অব:), সহকারী প্রকৌশলী যান্ত্রিক (শাখা প্রধান) তানভীর আহমদ তামিম ও পরিবহন শাখার অন্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২১মে/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে সমাবেশ শেষে এনসিপি’র পদযাত্রায় হামলা, পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নিলেন নেতারা
বাংলামোটরে এনসিপি কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ
গোপালগঞ্জে এনসিপির সমাবেশস্থলে ছাত্রলীগের হামলা, ককটেল বিস্ফোরণ
মিটফোর্ডে সোহাগ হত্যা: মামলার এজাহার থেকে পাঁচজনের নাম বাদ দেয় কে? জানালেন ডিএমপি কমিশনার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা