জেলেদের হামলায় সমাজসেবা কর্মকর্তাসহ আহত ৯

ঝালকাঠি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ নভেম্বর ২০২৩, ২০:০৩
অ- অ+

ঝালকাঠির রাজাপুরে প্রজনন মৌসুমে ইলিশ রক্ষা অভিযানে জেলেদের হামলায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোজাম্মেল হোসেনসহ ৯ জন আহত হয়েছেন।

গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বড়ইয়া ইউনিয়নের চর পালট এলাকায় ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

মৎস্য কর্মকর্তার কার্যালয় ও স্থানীয়রা জানান, ইলিশ রক্ষা অভিযানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোজাম্মেল হোসেনের নেতৃত্বে বিশখালি নদীতে ট্রলার নিয়ে অভিযানে নামে ৭ জনের একটি দল। এ সময় নদীতে অবস্থানরত ৫০ থেকে ৬০ জনের একটি জেলেদল কর্মকর্তাদের ট্রলার ঘিরে ফেলে এবং তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

এ সময় সমাজসেবা কর্মকর্তা মোজাম্মেল হোসেন, মৎস্য কর্মকর্তা কার্যালয়ের তিনজন কর্মকর্তা, দুইজন আনসার সদস্য, একজন ইউনিয়ন সমাজকর্মী, ট্রলারের চালক ও হেলপারসহ ৯ জন আহত হয়।

এ ঘটনায় উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের অতিরিক্ত দায়িত্বে থাকা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছার বাদী ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩০-৩৫ জনের নামে রাজাপুর থানায় একটি মামলা করেন।

(ঢাকাটাইমস/০১ নভেম্বর/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চোরাচালানে ‘জিরো টলারেন্সে’ কাস্টমস, কমেছে যাত্রী হয়রানিও
ভেষজ বিলাতি গাব খেলে দূর হবে ক্যানসার, নিয়ন্ত্রণে থাকবে ডায়াবেটিস
গাজায় ইসরায়েলি হামলায় আরও ৬১ ফিলিস্তিনি নিহত, জাতিসংঘের গভীর উদ্বেগ
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা