ঢাকায় পুলিশ সদস্য হত্যা: সিসিটিভি দেখে পটুয়াখালী থেকে একজন আটক

পটুয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ২০:৫৭ | প্রকাশিত : ০২ নভেম্বর ২০২৩, ২০:৪৭

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে ঢাকা জেলা পুলিশের কনস্টেবল আমিরুল হত্যায় জড়িত সন্দেহে ঘটনায় পটুয়াখালী গলাচিপা থেকে একজনকে আটক করা হয়েছে। তার নাম আপন আহম্মেদ (৪৫)। সিসিটিভি ফুটেজ দেখে সন্দেহভাজন হিসেবে তাকে আটক করা হয়েছে।

বুধবার দিবাগত মধ্যরাতে গলাচিপা উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের বাজার এলাকা থেকে তাকে আটক করে ঢাকায় আনা হয়।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, আপন আহম্মেদ ঢাকা কেরানীগঞ্জ থানার শান্তিনগর ব্রাহ্মণকীর্তা এলাকার মো. দ্বীন ইসলামের ছেলে। পুলিশ হত্যাকাণ্ডের পর তিনি গলাচিপা উপজেলার কলাগাছিয়া ইউনিয়নে আশ্রয় নেন।

এ বিষয় গলাচিপা থানার অফিসার ইনচার্জ শোন্তি কুমার গায়েন বলেন, ঢাকা ও গলাচিপা থানার পুলিশের একটি টিম যৌথ অভিযান চালিয়ে আপন আহম্মেদকে উপজেলার কলাগাছিয়া থেকে গ্রেপ্তার করা হয়। তাকে ঢাকা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে আটক আপন ওই পুলিশ সদস্য হত্যায় পল্টন থানায় দায়ের করা মামলায় এজাহারভুক্ত আসামি নন বলে জানা গেছে।

এ ব্যাপারে থানাও ওসি সালাউদ্দিন মিয়া ঢাকা টাইমসকে বলেন, সিসিটিভি দেখে সন্দেহভাজ হিসেবে আপন আহম্মেদকে আটক করা হয়েছে। আরও যাচাই-বাছাই করা হচ্ছে। শুক্রবার তাকে রিমান্ডে নিতে আবেদন করা হবে।

(ঢাকাটাইমস/০২নভেম্বর/ইএইচ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :