ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

মাদারীপুরের কালকিনিতে পণ্যবাহী ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে উপজেলার খাসেরহাট এলাকার রামচন্দ্রপুর গ্রামের একটি সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম দেলোয়ার হোসেন চৌকিদার (৫০)। তিনি শরীয়তপুর জেলার ঘোসাইরহাট উপজেলার দাসের জঙ্গল গ্রামের নুরুল চৌকিদারের ছেলে এবং মোটরসাইকেলের ব্যবহৃত যাবতীয় জিনিসপত্রের ব্যবসায়ী ছিলেন।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ব্যবসায়ী দেলোয়ার হোসেন তার দোকানের জন্য জিনিসপত্র কেনা শেষে মোটরসাইকেলযোগে বাড়ির দিকে রওনা দেন। এসময় বিপরীতগামী একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে দেলোয়ার গুরুতর আহত হয়। পরে তাকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজন রুবেল জানান, দেলোয়ার ব্যবসার কাজে মোটরসাইকেল যোগে বের হলে দুর্ঘটনার শিকার হয়ে মারা যান।
এ ব্যাপারে কালকিনি থানার এসআই মিঠু ফকির জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। দেলোয়ার দুর্ঘটনায় মারা গেছেন।
(ঢাকাটাইমস/০৭ নভেম্বর/ইএইচ)

মন্তব্য করুন